সহজ উপায়ে কীভাবে করবেন কনট্যুরিং

ডাবল চেন, বেবি ফ্যাট, ভোঁতা নাকের মতো যে কোনও খুঁত ঢেকে ফেলার একটাই সহজ সমাধান- কনট্যুরিং। মুখের মেকআপের অবিচ্ছেদ্য অংশ কনট্যুরিং-এর মাধ্যমে মুহূর্তে বদলে ফেলা যায় মুখের আদল। সঠিক কনট্যুরিং-এ মুখ হয়ে ওঠে শার্প।

কিন্তু কনট্যুরিং করার সঠিক নিয়ম জানেন অনেকেই জানেন না। কীভাবে করতে হবে কনট্যুর? এই প্রশ্নের উত্তর দিলেন ও কনট্যুর করার পদ্ধতি দেখালেন মেকআপ আর্টিস্ট কোমল বর্মা‌।

মেকআপ আর্টিস্ট কোমল বর্মা বলেছেন, সবার ফেসের স্ট্রাকচার এক রকম হয়ে না। তাই কনট্যুরিংয়ের মাধ্যমে ফেসের একটা শেপ দেওয়া হয়। মেকআপের করার সময় কপালে, দুই গালে ও চোয়ালের চোয়ালের নীচে কনট্যুর ব্যবহার করা হয়। কিন্তু যারা কনট্যুর ব্যবহার করা শিখছেন তাদের সব সময় ডাস্ট কনট্যুর কালার ব্যবহার করতে হবে। কনট্যুর করার সময় এমন কালার নিতে হবে যা ত্বকের রঙের সঙ্গে ম্যাচ করে। আর চেষ্টা করতে হবে লাইট কালার ব্যবহার করার।

কনট্যুরিং করার আগে ত্বকে বেস মেকআপ করে নিতে হবে। তারপর ক্রিম কনট্যুর ব্যবহার করে নিতে হবে মুখের দুই সাইডে আর কপালে। একটি ব্রাশের মাধ্যমে ড্যাপ ড্যাপ পদ্ধতিতে কনট্যুর ব্যবহার করতে হবে। কিন্তু বেশি ডার্ক করা যাবে না। তারপর চোয়ালের নীচের অংশে কনট্যুর করে নিতে হবে। এবার পাউডার ব্যবহার করে মেকআপ সেট করে নিতে হবে। ত্বকের যে অংশে ক্রিম কনট্যুর ব্যবহার করা হয়েছিল সেখানে পাউডার কনট্যুর ব্যবহার করতে হবে। কনট্যুর করার পর ব্লাসার ব্যবহার করা যেতে পারে।‌

এটা শেয়ার করতে পারো

...

Loading...