বিয়ে হোক বা অনুষ্ঠান বাড়ি মেহেন্দি ছাড়া যেন মেয়েদের লুক কমপ্লিট হয় না। ভারতীয় সংস্কৃতি বা ঐতিহ্য হিসেবে মেয়েদের সাজগোজের অন্যতম অঙ্গ হল মেহেন্দি। বিভিন্ন ব্র্যান্ডের মেহেন্দি ব্যবহার করার সময়ে ত্বকে নানা ধরনের সমস্যা দেখা দিতে পারে। তাই বাড়িতে মেহেন্দি বানিয়ে সেটা ব্যবহার করার পদ্ধতি দেখালেন মেহেন্দি ডিজাইনার সুইটি ভট্ট।
মেহেন্দি ডিজাইনার সুইটি ভট্ট বলেছেন, মেহেন্দি সব সময় ঘরে বানিয়ে সেটা ব্যবহার করা উচিত। কারণ ঘরে তৈরি মেহেন্দিতে কোনও কেমিক্যাল থাকে না তাই ত্বকের ক্ষতির সম্ভাবনাও কম থাকে। মেহেন্দি পাউডারের সঙ্গে সুগার, এসেন্সিয়াল ওয়েল, লেমেন ওয়েল মিশিয়ে বাড়িতেই বানিয়ে নেওয়া যায় মেহেন্দি। তবে এই সব কিছু মেশানোর পর ১৮-২০ ঘন্টা রেখে দিতে হবে। মেহেন্দির কালার বেশি ডার্ক করার জন্য টি পাউডার জলের সঙ্গে মিশিয়ে সেই জল মেহেন্দির সঙ্গে মেশানো যেতে পারে। অনেকের মেহেন্দি ব্যবহার করার জন্য ত্বকে এলার্জি বা র্যাশ দেখা দিতে পারে। মেহেন্দিতে এসেন্সিয়াল ওয়েল বেশি পরিমাণে থাকলে এই ধরনের সমস্যা দেখা দেয়। তাই সব পরিমাণ অনুযায়ী এসেন্সিয়াল ওয়েল ব্যবহার করতে হবে।
হাতে মেহেন্দির মাধ্যমে প্রথমে থ্রি ফ্লাওয়ার প্যাচেজ বানিয়ে নিতে হবে। মেহেন্দির দিয়ে যে ডিজাইন করা হোক না কেন। বর্ডার লাইন সব সময় ডার্ক করতে হবে। হাতে থ্রি ফ্লাওয়ার প্যাচেজ আকার পর হাতের আঙুলেও যে কোনও ডিজাইন করা যাবে। তবে মেহেন্দি ব্যবহার করার পর মহেন্দির রং আরও ডার্ক করার জন্য অনেকে লেবুর রস লাগান। কিন্তু মেহেন্দির কোয়ালিটি ঠিক থাকলে এসব কিছুর দরকার পড়ে না।