কীভাবে মেকআপ করলে বড় দেখাবে চোখ?

মুখের সৌন্দর্য বাড়াতে চোখের মেকআপও সবচেয়ে জরুরি। অনেকেরই চোখের আয়তন ছোট হয়। কিন্তু তা বলে আপসেট হওয়ার কিছু নেই। সঠিক মেকআপে ছোট চোখও হয়ে ওঠে আকর্ষণীয়। দরকার শুধু সামান্য কাজল, ফাউন্ডেশন আর আইশ্যাডো। মেকআপের মাধ্যমে চোখ বড় দেখানোর পদ্ধতি দেখালেন মেকআপ আর্টিস্ট উজ্জ্বল দত্ত।

মেকআপ আর্টিস্ট উজ্জ্বল দত্ত জানিয়েছেন,  চোখ ছোট হওয়াটা কোনও সমস্যা নয়, তবে মেকআপের মাধ্যমে সেটাকে বড় দেখানো যেতে পারে। তার জন্যে কাজলের ব্যবহার করতে হবে। চোখের অনেকটা বাইরে থেকে কাজল পরতে হবে। ফল্স আই ল্যাস ব্যবহার করলেও অনেক সময় চোখ বড় দেখায়। যারা খুব বেশি মেকআপ করতে পছন্দ করেন না, তারা অবশ্যই কাজল, লিপস্টিক ও ফাউন্ডেশন ব্যবহার করতে পারেন। অনেকে আছেন যারা ড্রেসের সঙ্গে ম্যাচ করে আইশ্যাডো ব্যবহার করেন। এই ধরনের মেকআপ লুক সব সময় ভালো নাও লাগতে পারে। তাই আগে নিজের উপর এক্সপেরিমেন্ট করে দেখে নিতে হবে লুকটা মানাচ্ছে কিনা।

চোখের সাজে প্রথমে বেস মেকআপটা করে নিতে হবে। তারপর ন্যুড শেড বা ডার্ক শেডের কমপ্যাক্ট চোখের পাতার উপর লাগিয়ে নিতে হবে। হাইলাইট এরিয়াতে অর্থাৎ আইব্রোর নিচে স্কিন টোনের সঙ্গে ম্যাচ করে এমন কালার ব্যবহার করতে হবে। আই শ্যাডোতে গ্লসি এফেক্ট আনার জন্যে স্পার্কলিং কালার ব্যবহার করতে হবে। চোখ বড় দেখানোর জন্যে সবচেয়ে বেশি প্রয়োজন কাজলের। তবে চোখ বড় দেখানোর জন্যে চোখের বাইরে কাজল ব্যবহার করতে হবে। এই নিয়ম মেনেই কাজল ব্যবহার করতে হবে। গরমকালে কাজল অনেক সময়ে উঠে যাওয়ার সম্ভবনা থাকে। তাই কাজল ব্যবহার করার পর ব্রাশের ব্যবহারে কাজলের উপর একটা ব্ল্যাক কালারের লেয়ার লাগিয়ে নিতে হবে। এবার ব্ল্যাক কালার ব্যবহার করে একটা ব্লেন্ডেড আই শ্যাডো করে নিতে হবে চোখের উপর। তারপর মাসকারা ব্যবহার করতে হবে।

আইব্রো মেকআপের জন্য ব্রাউন কালার ব্যবহার করতে হবে। আই মেকআপের পর ব্লাশার ব্যবহার করতে হবে। তারপর লিপস্টিক, তাহলেই কমপ্লিট আপনার সাজ!

এটা শেয়ার করতে পারো

...

Loading...