ওয়াড্রব ভর্তি পুরনো জামাকাপড়। অথচ বাতিল করতেও গায়ে লাগে। পুরনো তাই কাউকে দেওয়াও যায় না। কিন্তু জানেন কি পুরনো জামা-কাপড় দিয়েই সেজে ওঠা যায় নতুন ট্রেন্ডি স্টাইলে?
একটু চেষ্টা করলে এই পুরনো জামা-কাপড় দিয়ে বিভিন্ন নতুন লুকের ড্রেস তৈরি করা যায়। তবে এর জন্য অবশ্যই জানা থাকতে হবে কিছু পদ্ধতি। তাহলে পুরনোজামা-কাপড় ব্যবহার করে নতুন লুক করবেন কীভাবে? পুরনো জামা-কাপড় দিয়ে কী ধরনের সাজগোজ করা যায়?
পুরনোজামা-কাপড় দিয়ে সাজার উপায় জানিয়েছেন ফ্যাশন ডিজাইনার দীপিকা আগরওয়াল।
ফ্যাশন ডিজাইনার দীপিকা আগরওয়াল কিছু লুক দেখিয়েছেন। প্রথমে লুকের জন্য একটা জাম্প স্যুটের উপর একটি শ্রাগ ব্যবহার করলেই নতুন লুক রেডি হয়ে যাবে। তবে জাম্প শুটের বদলে সালোয়ার কামিজের ওপরেও এই শ্রাগ করা যেতে পারে।
দ্বিতীয় লুক, আনারকলির উপরে অংশটি কেটে বাদ দিতে হবে। তারপর সাইডে একটা zপ লাগিয়ে নিতে হবে। তাহলে একটা স্কার্ট তৈরি হয়ে যাবে। যে কোনও টপের সঙ্গেই ভালো মানাবে এই স্কার্ট।
তৃতীয় লুক, একটি শাড়িকে কেটে তৈরি করা যেতে পারে আনারকলি। আর এই আনারকলির ওড়না তৈরি করার জন্য শাড়ির পাড় ব্যবহার করা যেতে পারে।
চতুর্থ লুক, শাড়ি দিয়ে শুধুমাত্র আনারকলি নয়। ঘাগরা ও টপ বানিয়ে ফেলতে পারেন খুব সহজেই। এই লুক আরও আকর্ষণীয় করতে হলে একটি ওড়না ব্যবহার করতে পারেন।