সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে কোন কোন দিকগুলি খেয়াল রাখা জরুরি

সঠিক সিদ্ধান্ত গ্রহণের ওপর নির্ভর করে জীবনের সাফল্য। কিন্তু সেই সিদ্ধান্তের ফল যদি ভাল না হয়? যদি হিতে বিপরীত হয়? লোকে কী বলবে- এমন সব দ্বিধার জালে আটকা পড়ে অনেক সময় হয় অন্যের কথায় চলতে হয়, নাহলে অন্যের কথায় প্রভাবিত হয় নিজের মত। অথচ নিজের মনের কথা শুনে নেওয়া সিদ্ধান্ত বদলে দিতে পারে জীবন। তার জন্য চাই আত্মবিশ্বাস। সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে কোন কোন বিষয়গুলি বিবেচনা করা উচিত, পরামর্শ দিলেন মডেল,  অভিনেত্রী, শিল্পোদ্যোগী রঞ্জিতা (RANJEETA, Actress, Model, Entrepreneur)

রঞ্জিতা জানিয়েছেন, রাতারাতি ‘দারুণ’ সিদ্ধান্ত নেওয়া যায় না। আমরা ভুল করি, ভুল থেকে শিখি, দু’পা এগোলে আবার এক ধাপ পিছিয়ে যাই-এটা একটা নিরন্তর প্রক্রিয়া। অ্যাপেলের মতো সংস্থাকেও এরকম প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হয়েছিল। পরিবর্তন হতে হতে তবেই এসেছে সাফল্য। আমাদের চারপাশেও তেমনি দেখা যায়।

সবাই যে ঠিক দিশায় চলছে বা সঠিক পথ প্রদর্শক পেয়েছে এমন নয়। পরিবার, বন্ধু, চারপাশের চাপ থাকে অনেক। লোকে কী বলবে-এই ভাবনা যত বেশি গুরুত্ব পায় তত বেশি মানসিক জটিলতা বাড়ে। নারী এবং পুরুষ উভয়ের ক্ষেত্রেই সিদ্ধান্ত গ্রহণের জন্য চাই আত্মবিশ্বাস। স্রোতের বিপরীতে সাঁতার কাটা কঠিন। সবাই কম-বেশি যে পথে ভিড় সেই পথেই পা বাড়ায়। কিন্তু যারা ছকভাঙা পথে চলতে চায় তাদের নিজেদের মতেই চলা উচিত। সেই মত নিয়ে নিয়ে অভিভাবকস্থানীয় মানুষদের সঙ্গে আলোচনাও চলতে পারে, তবে শেষ অবধি মনের কথাতেই চলা উচিত।

নিজের মধ্যে ঠিক-ভুলের দ্বন্দ্ব থাকা ভাল। ভেবেচিন্তে সব দিক বিচার করে সিদ্ধান্ত নেওয়া উচিত। চাই আত্মবিশ্বাস। আত্মবিশ্বাস মজবুত করতে হলে লোকের কথায় কান-মাথা দেওয়া বন্ধ করতে হবে। ফোকাস করতে হবে নিজের ওপর। নিজেকে জানতে হবে। নিজের মন পড়তে হবে ভাল করে।

ভুল করা বা ব্যর্থ হওয়ার মধ্যে কোনও ভুল নেই। ভুল না করলে ‘ঠিক’কে চেনা যায় না। তবে ভুল থেকে শিক্কগা নিতে হবে। খেয়াল রাখতে হবে যাতে সেই ভুল আর না হয়। অন্যের ভুল এবং নিজের ভুল-দুই থেকেই শেখা উচিত।

এটা শেয়ার করতে পারো

...

Loading...