উইন্টার ফ্যাশনের ট্রেন্ডি আউটফিট কালেকশন

নভেম্বর মাঝামাঝি সময়ে থেকেই এবার শহরে শীতের মরসুম শুরু হয় গিয়েছে। কিন্তু শীতে চাদর-সোয়েটার-টুপিতে মাথা ঢেকে জবুথুবু হওয়ার দিন চলেগিয়েছে। এখন শীত মানেই রঙিন হয়ে ওঠা। শীতকালীন ফ্যাশন টিপস নিয়ে এসেছেন ফ্যাশন ডিজাইনার রাবিয়া হাসান।

ফ্যাশন ডিজাইনার রাবিয়া হাসান বলেছেন, উইন্টার মানেই ঠান্ডা তাই এই সময় এমনি আউটফিট পরতে হবে যা স্টাইলিশ হওয়ার পাশাপাশি কমর্ফোটেবল হওয়াও জরুরি। বন্ধুদের সঙ্গে কোথাও বেড়াতে গেলে বা আউটিংয়ে গেলে লেদার জ্যাকেট, উলের সোয়েটার জাতীয় কিছু পরা যেতে পারে। আর নীচে জিন্সের ট্রাউজার পরলে ভালো মানাবে। শীতকালে সব সময় ডার্ক সেড কালারের আউটফিট বেশি মানায়। যদি এথনিক কোনও আউটফিটে এমব্রয়ডারির কাজ করা থাকে তাহলে আর জুয়েলারী পরার দরকার পরবে না।

উইন্টার ফ্যাশনের জন্য স্টাইলিশ আউটফিটের কালেকশন দেখালেন রাবিয়া হাসান

প্রথম আউটফিট, ব্ল্যাক টপ দেখানো হয়েছে যার উপর একটি ব্ল্যাক ব্লেজার পরা যেতে পারে। যে কোনও পার্টির জন্য এই আউটফিট একদম পারফেক্ট।

দ্বিতীয় আউটফিট, এবার একটি গ্ৰিন কালারের কটন সিল্কের তৈরি এথনিক আউটফিট দেখানো হল। এটা যে কোনও বিয়েবাড়ি এবং অন্যান্য অনুষ্ঠানে পরে যাওয়ার জন্য পারফেক্ট।

এটা শেয়ার করতে পারো

...

Loading...