কীভাবে সেজে উঠবেন জ্যাকেট-সোয়েটার-শাড়ির ফিউশনে ফ্যাশনে?

শীতের অনুষ্ঠানে শাড়ি মানেই সঙ্গে শাল, চাদর ,আলোয়ান বা কার্ডিগান! লুক বিগড়ে যাওয়ার ভয়ে মন খারাপ। সেই ধারণা কিন্তু এখন একেবারে বদলে গিয়েছে। এমনকি হাইনেক টপ স্কিন সোয়েটারও আউট অফ ট্রেন্ড। সোয়েটার-জ্যাকেট-শাড়ির ফিউশন ফ্যাশন এখন ফ্যাশনে ইন। ডেনিম জ্যাকেট থেকে শুরু করে লেদার জ্যাকেট এমনকি উলের সোয়েটার সবে সঙ্গেই পরা যাবে শাড়ি। কীভাবে সেজে উঠবেন জ্যাকেট-শাড়ির ফিউশনে, টিপস দিলেন কস্টিউম ডিজাইনার ও চন্দ্রিমা’স আরআর ফ্যাশন হাবের কর্ত্রী চন্দ্রিমা বসু   (Chandrima Basu, Costume Designer and owner of Chandrima's RR Fashion Hub)

জনপ্রিয় এই কস্টিউম ডিজাইনার চন্দ্রিমা বসু    জানাচ্ছেন, শীতের বিয়েবাড়িতে জ্যাকেট সোয়েটারের সঙ্গে ঠিকমতো ক্যারি করতে পারলে শাড়ি হয়ে উঠতে পারে ইউনিক ফ্যাশন, বিশেষ করে ইয়াং জেনারেশনের কাছে।

একতু অন্যভাবে জিন্সের সঙ্গেও শাড়ি পরা যায়, অন্যরকম লাগে। শীতকালে জ্যাকেট বা সোয়েটার যেহেতু ক্যারি করতেই হচ্ছে তার জন্য শাড়ি যত হালকা, লাইটওয়েট রাখা যায় ্তত ভাল। এক কালারে লিনেন, একটু ভারি জুয়েলারি তার সঙ্গে জ্যাকেট বা সোয়েটার পরা যেতে পারে। সাটিন, জর্জেটের মতো শাড়ি ক্যারি করতে সুবিধা হবে।

শাড়ির সঙ্গে একটা বেল্ট আর যদি পায়ে স্নিকার পরা হয়, সেটা ইজি টু ক্যারি করা যাবে, ইয়াং জেনারেশন এনজয়ও করতে পারবে শাড়ি পরাটা।

সোয়েটার, জ্যাকেটের সঙ্গে নানাভাবে শাড়ি পরা যায়। ড্রপিং আর আঁচল নিয়েও করা যেতে পারে পরীক্ষা-নিরিক্ষা। ডেনিম জ্যাকেট ছাড়া ব্লেজারও পরা যায়।

কেমনভাবে পরবেন শাড়ি দেখে নিন ভিডিয়োতে    

এটা শেয়ার করতে পারো

...

Loading...