ফ্যাশন ইন্ডাস্ট্রিতে মডেল সফল হয়ে ওঠার স্বপ্ন বহু ছেলে-মেয়ের। লাইমলাইট, গ্ল্যামার, অর্থ, যশ, খ্যাতির রঙিন দুনিয়া। এই যদি ফ্যাশন দুনিয়ার একদিকের ছবি হয় তাহলে এই দুনিয়ার একটা অন্যদিকও আছে। ডিপ্রেশন, প্রতিযোগিতা আর স্ট্রাগল এই তিন শব্দও জড়িয়ে রয়েছে ফ্যাশন ইন্ডাস্ট্রিতে। এই কারণেই ফ্যাশন ইন্ডাস্ট্রিতে আসার আগে নিজেকে সঠিক ভাবে গড়ে তোলা খুব জরুরি। প্রয়োজন যথাযথ গ্ৰুমিং। ফ্যাশন ইন্ডাস্ট্রিতে পা রাখতে গেলে কোন কোন দিকে নজর দেওয়া সবচেয়ে জরুরি সে ব্যাপারে পরামর্শ দিলেন মডেল, অভিনেতা ও গ্ৰুমিং এক্সপার্ট মনপ্রীত সিং।
মডেল, অভিনেতা ও গ্ৰুমিং এক্সপার্ট মনপ্রীত সিং বলেছেন, প্রথমত মডেলিং ইন্ডাস্ট্রি একটা খুব কঠিন ফিল্ড। অনেকেই ভাবেন যে এটা খুব সহজ কাজ। কিন্তু সেটা নয়। ডিপ্রেশন আর কম্পিটিশন মডেলিং ইন্ডাস্ট্রির একটা পার্ট। এই ফিল্ডে সব ক্ষেত্রেই প্রতিভার প্রয়োজন হয়। মডেলদের বডি মেইনটেইন করতে হয়। তবে সব থেকে জরুরি হল পিআর বা পাবলিক রিলেশন। অনেক ট্যালেন্টেড ছেলে-মেয়ে রয়েছেন যাদের শুধুমাত্র পিআর-এর অভাবে কাজ পেতে অসুবিধা হয়। তাই পিআর- খুব জরুরি। আর কোনও গ্ৰুমিং ক্লাসে পি আর বা বডি মেইনটেইন করা শেখাবে না। এছাড়াও নিজের মধ্যে একটি এক্স ফ্যাক্টর আনতে হবে। যাতে তোমাকেই বেছে নিতে চাইবে সকলে।
মডেল হিসেবে অনেক ধরনের কাজই রয়েছে। যেমন- যদি কারুর বডি ভালো হয় তাহলে সে ব্যাক বডি শুট করে বা অনেকে আছেন যারা শুধুমাত্র কমার্শিয়াল শুট করেন। তাই নিজে যেটাতে কম্ফোর্টেবল সেটা আগে বুঝতে হবে। তবে ইন্ডাস্ট্রিতে আসার আগে সব ধরনের কাজ সম্পর্কেই জেনে নিতে হবে। তারপর কাজ শুরু করতে হবে। এখন সোশ্যাল মিডিয়ার দৌলতে কাজ পাওয়া ক্ষেত্রে কিছুটা সুবিধা রয়েছে। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তাদের সঙ্গে গুড কানেকশন তৈরি করার সুযোগ রয়েছে। ডিপ্রেশান, কম্পিটিশন আর স্ট্রাগল জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত থাকবে। তাই নিজের কাজ সম্পর্কে একটা ধারণা রাখতে হবে। তবে একটা লাক ফ্যাক্টরও রয়েছে। মডেলিং ইন্ডাস্ট্রিতে আসার আগে অবশ্যই অভিনয় শিখে নেওয়া উচিত। অভিনয় অনেকটা গ্ৰুম করবে মডেলদের।
একজন মডেল হিসেবে কীভাবে নিজেকে গ্ৰুম করা উচিত সেই পরামর্শ দিতে চলেছেন মডেল, অভিনেতা ও গ্ৰুমিং এক্সপার্ট মনপ্রীত সিং।
একজন মডেলকে সব সময় ভালো ড্রেস পরতে হবে। দামী না হলেও চলবে। জেল বা হেয়ার স্প্রে ব্যবহার করতে হবে চুল মেনটেইন রাখার জন্য। বাইরে থেকে বাড়িতে আসার পর অবশ্যই চুল ভালো করে পরিষ্কার করতে হবে। ত্বকের যত্ন নিতে হবে। হেলদি ফুড খেতে হবে। জল বেশি করে খেতে হবে। আর অনেকেই আছেন যারা হাতে ঘড়ি, ব্যান্ড পরেন। কিন্তু যারা মডেল তাদের যতটা সম্ভব সিম্পল থাকতে হবে। তাহলেই ভালো দেখতে লাগবে। একজন মডেলের মাইন্ড সব সময় পজিটিভ রাখতে হবে।