Beauty katha- আপনি কি মডেল হতে চান? বিউটি পেজেন্টে অংশ নিতে চান? টিপস দিলেন মিসেস এশিয়া ইউনিভার্স ডঃ উরওয়াস জয়সওয়াল (Urwas Jaiswal, Ms. Asia Universe'22)
মডেলিংকে কেরিয়ার হিসেবে শুরু থেকেই জীবনে মন্ত্রের মতো একটি শব্দকে জুড়ে নেওয়া জরুরী, তা হল- আত্মবিশ্বাস। বলছেন, মিসেস এশিয়া ইউনিভার্স ডঃ উরওয়াস জয়সওয়াল।
নিজেকে নিজে ভালবাসতে হবে, তবেই অন্যদের সামলে সঠিকভাবে নিজেকে তুলে ধরা সম্ভব হবে। অডিয়েন্স এবং ক্যামেরা দুই ক্ষেত্রেই, কারণ Modeling is all about how you love yours body- আর এই বিষয়টাই তুলে ধরা হয় ক্যামেরার সামনে। আয়নার সামনে দাঁড়িয়ে প্রতিদিন কথা বলার অভ্যাস আত্মবিশ্বাস বাড়ানোর অব্যর্থ ওষুধ। পরিবারের লোক জনের সঙ্গে মন খুলে কথা বলতে হবে।
মডেলিংকে কেরিয়ার হিসেবে বেছে নিতে গেলে ঘরে বাইরে বাধার মুখেও পড়তে হয়। এই পেশাকে আজও আর পাঁচটা পেশার মত স্বাভাবিক দৃষ্টিতে দেখা হয় না। মুখোমুখি কথা অনেকসময় এসব ক্ষেত্রে সাহায্য করে। প্রচলিত ভাবনায় বদল আনতে কাজে দেয়। পরিবারকে পাশে পেলে আত্মবিশ্বাস বাড়। কেরিয়ারের চড়াই-উৎরায় সামলে নেওয়ার জোর বাড়ে। কাছের মানুষদের ভালোবাসা শক্তিসশালী করে তোলে।
একজন মডেলকে নানারকম অ্যাটায়ারে র্যাম্প এবং ক্যামেরার সামনে আসতে হয়। কিন্তু কী পরব আর কী পরব না এটা একেবারেই নিজের স্বাচ্ছন্দ্যের জায়গা থেকে বেছে নেওয়া উচিত। মডেলিং করতে গেলে বিকিনি পরতেই হবে এমন কোনও কথা নেই।
আয়নার সামনে দাঁড়িয়ে এক্সপ্রেশন প্র্যাকটিস উপকারী অভ্যাস। ইন্টারনেটে এ সংক্রান্ত টিউটোরিয়াল পাওয়া যায়। সঠিক প্রশিক্ষণের জন্য ভাল ইন্সটিটিউটে যাওয়া গুরুত্বপূর্ণ দিক।
গায়ের রং ফরসা, ছিপছিপে, রোগা চেহারা আর উচ্চতা ভাল না হলে মডেলিংইয়ের পেশায় আসা যায়, আগে এ অতি চেনা ধারণা ছিল। কিন্তু এখন ধারণা বদলেছে। আন্তর্জাতিক মঞ্চে ঝড় তুলছে প্লাস সাইজ মডেলরা। ডার্ক বিউটি এখন ফ্যাশন ইন্ড্রাস্ট্রির ইন ট্রেন্ড।
বিউটির সঙ্গে সমান গুরুত্বপূর্ণ ব্রেন। মানে মগজের সৌন্দর্য। চারপাশে কী ঘটছে সে সম্পর্কে সচেতন থাকতে হবে। নিয়মিত পড়াশোনা ও চর্চা দরকার। পুঁথিগত পড়াশোনার ক্ষেত্রে সেটাই সবচেয় বেশি গুরুত্ব পায়।
ফার্স্ট ট্র্যাকে চলা একজন মডেলের কেরিয়ারের গতি কমিয়ে দিতে পারে বিয়ে। একসময় এই ট্যাবুও ছিল চেনা। কিন্তু এমন বিয়ে আর কেরিয়ারে বাধা নয়, বরং বিয়ে, পরিবার সবই চলার পথে শক্তি।
প্রতিযোগিতায় জিত যেমন আনন্দ দেয় তেমনই হারকেও মেনে নিতে শিখতে হবে। হার মানে নতুন করে জার্নি শুরু। পরিশ্রম করলে ভাল ফল আসবেই। কাগজে-কলমে বিচারের ফলাফল হয়ত বলবে ‘তুমি হেরে গেছ’ কিন্তু যখনই কোন প্রতিযোগিতার মঞ্চে তুমি দাঁড়িয়ে আছ, তখন প্রতিবারই কাছের মানুষদের কাছে তুমি জিতছ। প্রিয়জনদের কাছে তুমি বিজয়ী। মঞ্চে পৌঁছানোর সফরে কোনও হার নেই।