আত্মমর্যাদা আর আত্মঅহংকার কি এক? ব্যক্তিজীবনে আত্মমর্যাদা গুরুত্বপূর্ণ কেন? আদর্শ ব্যক্তিত্ব গঠনে আত্মমর্যাদাবোধ সম্পর্কে সচেতন হয়ে ওঠা কতটা জরুরি? অতিরিক্ত আত্মঅহংকার কেন বিপদের কারণ? পরামর্শ দিলেন অ্যাডামাস গ্রুপের ম্যানেজার প্রিয়াঙ্কা কবিরাজ (Priyanka Kabiraj, Manager, ADAMAS Group )
প্রিয়াঙ্কা কবিরাজ জানিয়েছেন, আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস আত্মসম্মান বা আত্ম মর্যাদা। জীবন খুব দ্রুত গতিতে চলে। সারাক্ষণ সেখানে ব্যস্ততা। খুব তাড়াতাড়ি জীবনের বদলও ঘটে। পাজলের মতো তার সমাধান খুঁজতে হয়। নানারকম ভুল ঠিকের মাধ্যমে যখন ধাঁধার সমাধান হয় তখনই আসল ছবিটা নিখুঁত হয়ে ওঠে। আত্মবিশ্বাস গড়ে ওঠে তিলে তিলে। ছাত্রাবস্থা থেকে শুরু করে জীবন যত এগিয়ে চলে তত আত্মবিশ্বাসী হয় মানুষ।
জীবনকে জটিল করে তোলার দরকার নেই। অহংকার আর আত্মমর্যাদার মধ্যে তফাৎ আছে। অহংকার বলে- 'আমি সব জানি'। আত্মমর্যাদা বলে-আমি চেষ্টা করতে পারি। কর্মক্ষেত্রে আত্ম মর্যাদার প্রশ্নে পেশাগতভাবেই সমস্যার মোকাবিলা করতে হবে।
আবেগকে সেক্ষেত্রে দূরে রাখাই বাঞ্ছনীয়। মানুষের সঙ্গে মিশতে হবে, শিখতে হবে। জটিল পরিস্থিতির সামনে পড়লে একটু ভাবুন, শান্ত মাথায় সিদ্ধান্ত নিন।
আয়নার সামনে দাঁড়িয়ে বলুন আপনি পারেন। নিজেকে দিনে ১ ঘন্টা করে সময় দিন। নিজের গুণ খুঁজে বের করুন। সেগুলিকে আরও ধারালো করে তুলুন নিয়মিত পরিচর্যায়।