চোখের তলার ডার্ক সার্কেল ঢাকার উপায় কী?

আজকের যুগে ব্যস্ত জীবনের চাপ সামলাতে গিয়ে দাগ থেকে যায় চোখের তলায়। চোখের চারপাশ ঘিরে কালো দাগ। চেনা নামে ডার্ক সার্কেল।। বিবর্ণ বা কালো হয়ে যায় চোখের তলা আর আশপাশ।তাহলে কীভাবে ঢাকবেন এই ডার্ক সার্কেল? ডার্ক সার্কেল ঢাকার জন্য কী ধরনের মেকআপ করা উচিত?

এই বিষয়ে বিশদে জানিয়েছেন মেকআপ আর্টিস্ট অঙ্কিতা দেব। 

মেকআপ আর্টিস্ট অঙ্কিতা দেব বলেছেন, ডার্ক সার্কেল ঢাকার জন্য যে মেকআপ করতে হবে তার জন্য মুখে প্রথমেই টোনিং করে নিতে হবে। তারপর ক্রিম প্রাইমার ব্যবহার করতে হবে। ত্বকে সব সময় পরিমাণ অনুযায়ী প্রাইমার লাগাতে হবে। এবার ফেসগ্লো ওয়েল বা সিরাম ব্যবহার করা যেতে পারে। তারপর ত্বকের যেখানে ডার্ক সার্কেল বা কালো অংশগুলি কারেক্টার দিয়ে কারেক্ট করে নিতে হবে। তবে কারেক্টরের রঙ সব সময় স্কিন টোনের সঙ্গে ম্যাচ করতে হবে। 

এবার স্কিনের কালার অনুযায়ী ফাউন্ডেশন ব্যবহার করতে হবে। ফাউন্ডেশন ব্যবহার করে স্কিনে ড্যাপ ড্যাপ করে ব্লেন্ড করতে হবে। মুখ ছাড়াও গলায় এই ফাউন্ডেশন ব্যবহার করতে হবে স্কিন টোন ম্যাচ করার জন্য। ত্বকে ফাউন্ডেশন স্থায়ী করার জন্য কমপ্যাক্ট পাউডার ব্যবহার করতে হবে। এবার আর দেখা যাবে না চোখের তলার ডার্ক সার্কেল। তবে অনেক সময় স্কিন টোন অনুযায়ী ফাউন্ডেশন না পাওয়া গেলে তখন একটি লাইট সেড ফাউন্ডেশন ও ডার্ক সেড ফাউন্ডেশন ব্যবহার করে মুখে মেকআপ করা যেতে পারে।

এটা শেয়ার করতে পারো

...

Loading...