ঘরোয়া টোটকায় কীভাবে পাবেন রেশমের মতো নরম আর মসৃন চুল?

ঘরোয়া টোটকায় কীভাবে পাবেন রেশমের মতো নরম আর মসৃন চুল? কীভাবে পাবেন ঘন চুল?

কেমন হওয়া উচিত চুলের যত্নের আদর্শ রুটিন? হেয়ার কেয়ার টিপস শেয়ার করলেন অভিনেত্রী তনয়া ভট্টাচার্য (Actress Tanaya Bhattacharya)

 যখনই বাড়ি ফিরি না কেন চুল অবশ্যই ওয়াশ করতে হবে-চুলের যত্নে অভিনেত্রী তনয়া ভট্টাচার্যর মতে এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্ব। চুলের যত্ন কীভাবে করা উচিত সে বিষয়ে বলতে গিয়ে তিনি শেয়ার করেছেন তাঁর নিজের বিউটি সিক্রেট। চুল ওয়াশ করে সঠিকভাবে কন্ডিশনিং করতে হবে। সপ্তাহে একদিন অন্তত অয়েল ম্যাসাজ চাই। নারকেল তেল গরম করে মাথায় লাগালেই হবে। এর চেয়ে ভালো ঘরোয়া টোটকা আর কিছু হতেই পারে না।

স্ট্রেটনিং আর স্মুথনিং এখন ট্রেন্ড চলছে। সেলিব্রিটি স্টাইল ফলো করতে গিয়ে বিপদেও পড়তে হয় তবে। চুল নিয়ে এক্সপেরিমেন্ট করতে গিয়ে চুল ক্ষতিগ্রস্ত হলে বিভিন্ন থেরাপি ট্রিটমেন্ট করা যেতে পারে। তবে যতটা ন্যাচারাল প্রসেস রাখা যায় ততটাই ভাল। স্পা করা উচিত। চুলে খাবারের কাজ করে। মাসে ২ বার করাই যায়। ভাল ব্রান্ডের স্পা ক্রিম কিনে করা যেতে পারে। স্পা ক্রিম চুলে লাগিয়ে নির্দিষ্ট সময় পর চুলে হট টাওয়েল জড়িয়ে রাখতে হবে। তারপর শ্যাম্পু করে নিতে হবে। চুলে ডিম দই না লাগিয়ে যদি সেটা ডায়েটে রাখা যায় তাহলে সেটা অনেক কাজের। সিরাম, অয়েল ম্যাসাজ আর স্পা এই তিনটি নিয়মিত করতে হবে। নিয়মিত পার্লারে যাওয়ার সুযোগ না থাকলে নিজেও বাড়িতে করা যেতে পারে

এটা শেয়ার করতে পারো

...

Loading...