ব্ল্যাক হেডস ও হোয়াইট হেডস ওপেন পোরস কি একই ধরনের সমস্যা?

'ব্ল্যাক হেডস' ও 'হোয়াইট হেডস', ওপেন পোরস কি একই ধরনের সমস্যা? কী থেকে ত্বকে এই সমস্যা আসে? কীভাবে মুক্তি পাওয়া সম্ভব? মুখে স্ক্রাব করার সঠিক নিয়ম কী কী? পরামর্শ দিলেন প্রফেশনাল মেকআপ আর্টিস্ট বিউটি সাহা (Beauti Saha, Professional Make-up Artist)

ব্ল্যাক হেডসের সমস্যা থাকলে বহু সময়ই অস্বস্তিতে পড়তে হয়। নাকের ওপর গুঁড়ো গুঁড়ো কালো বা সাদা দাগ থেকে মেকআপ করেও রেহাই পাওয়া যায় না। সমাধান খুঁজতে পার্লারে যেতে হয়। কিন্তু এই ধরনের সমস্যা থেকে বাড়ির ঘরোয়া টোটকাতেও রেহাই পাওয়া সম্ভব।

প্রফেশনাল মেকআপ আর্টিস্ট বিউটি সাহা জানিয়েছেন, ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস, ওপেন পোরস তিনটে তিন ধরনের সমস্যা। ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস নাকের ওপর,  চিবুকের দু’পাশে আর কপালে দেখা যায়। ওপেন পোরস দেখা যায় গালে। এগুলো বেশিরভাগ দূষণ, ঠিকভাবে নিয়মিত ত্বক পরিষ্কার না রাখার ফল। হরমোন সমস্যাও একটা কারণ।

এই সমস্যা থেকে বাঁচতে সানস্ক্রিন ব্যবহার করা যায়। বাইরে বেরলে টিস্যু রাখতে হবে সঙ্গে। সকালে ও রাতে শোয়ার আগে নিয়ম করে ত্বকের যত্ন নিতে হবে। সব ধরনের স্কিনে এই সমস্যা দেখা গেলেও তৈলাক্ত ত্বকে বেশি। স্ক্রাবিং করতে হবে। ওপেন পোরস আটকাতে স্টিম নেওয়া যেতে পারে। বেকিং সোডা, চিনি ব্যবহার করা যায়। যেখানে যেখানে ব্ল্যাক আর হোয়াইট হেডস আছে সেখানে সেখানে বেকিং সোডার পেস্ট বানিয়ে লাগালে ভাল ফল পাওয়া যায়। চিনি, কফি, লেবু ভাল স্ক্র্যাবার। সেনসেটিভ স্কিনে মধুর সঙ্গে চিনি মিশিয়ে স্ক্রাবার হিসেবে ব্যবহার করা যায়।

এটা শেয়ার করতে পারো

...

Loading...