ত্বকে ব্ল্যাকহেডস ও ওয়াইটহেডস কেন দেখা দেয়?

দূষণের ফলে ত্বকে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয়। যার মধ্যে অন্যতম হল ব্ল্যাকহেডস ও ওয়াইটহেডসের সমস্যা। ত্বকের পোরসের উপর ময়লা জমে এক ধরনের আস্তরণ তৈরি হয়। একেই বলে ব্ল্যাকহেডস। আর ত্বকের উপর ব্রণোর অনেক সময় সাদা সাদা আস্তরণ জন্মায় একেই বলে ওয়াইটহেডস। তবে এবার এই ব্ল্যাকহেডস ও ওয়াইটহেডসের সমস্যা থেকে নিস্তার পাওয়ার উপায় দেখিয়েছেন মেকআপ আর্টিস্ট অর্চনা রায়।

মেকআপ আর্টিস্ট অর্চনা রায় বলেছেন, বাতাসে বিভিন্ন ধরনের গ্যাসীও পদার্থ রয়েছে। যার মধ্যে অন্যতম হল অক্সিজেন। আর মানুষের ত্বকের পোরস থেকে ওয়েল নিঃসরণ হয়। যখন ত্বক অক্সিজেনের সংস্পর্শে আসে তখন একটি ওয়াইট লেয়ার তৈরি হয় ত্বকের উপর। আর কার্বনের সংস্পর্শে আসলে এই ওয়াইট লেয়ার ব্ল্যাক হেডস-এ পরিণত হয়। তাই প্রত্যেক দিন ক্লিনজিং, টোনিং ও ময়েশ্চারাইজিং করা উচিত। এই ধরনের সমস্যা হলে তেল জাতীয় খাবার খাওয়া কমাতে হবে।

ব্ল্যাক হেডস ও ওয়াইট হেডস সংক্রান্ত থেকে মুক্তি পাওয়ার পদ্ধতি দেখাতে চলেছেন মেকআপ আর্টিস্ট অর্চনা রায়।

প্রথমে মুখের ক্লিনজিং করে নিতে হবে। এরপর একটি স্ক্রাবিং করে নিতে হবে। স্ক্রাবিংয়ের পর ব্ল্যাক হেডস রিডাক্টারের মাধ্যমে ব্ল্যাক হেডস রিডাক্ট করে নিতে হবে। তারপর পোরসগুলো ওপেন করার জন্য ওজন থেরাপি করতে হবে। এছাড়াও ত্বক জীবাণু মুক্ত করবার জন্যে ওজন‌ থেরাপি করা হয়। ত্বক জীবাণু মুক্ত করবার পর মাক্স লাগিয়ে নিতে হবে। মাক্সটা শুকানো হওয়ার পর তুলে ফেলতে হবে। তারপর ট্রিটি ওয়েল দিয়ে ওয়াটার কোল্ড কমপ্লেক্স করে নিতে হবে। এবার ত্বকে ভিটামিন সি ওয়েল ব্যবহার করতে হবে। শেষে ভিটামিন সি ওয়েল ব্যবহার করার পর সান্সক্রিম ব্যবহার করে নিতে হবে।

এটা শেয়ার করতে পারো

...

Loading...