কেমন হবে এবারের শীতের স্টাইল স্টেটমেন্ট?

সোয়েটার, টুপি, মাঙ্কি ক্যাপের চাপা-ঢাকা শীত এখন বিদায় নিয়েছে। আজকের যুগে নিজের স্টাইল নিয়ে সকলেই সচেতন। এই শীতের মরসুমে নিজের স্টাইল স্টেটমেন্ট কীভাবে ধরে রাখবেন,  টিপস দিলেন অ্যাঙ্কর-স্পিকার অঙ্কিত সাউ।

অ্যাঙ্কর ও স্পিকার অঙ্কিত সাউ বলেছেন, একজন সঞ্চালকের জন্য তার প্রেজেন্টেশন, হাঁটা-চলা, কথা বলা ও লুক ম্যাটার করছে। দর্শকরা সব সময় কনটেন্টের আগে কীভাবে সেটাকে প্রেজেন্ট করা হচ্ছে ও যে প্রেজেন্ট করছে তার লুকটা দেখেন। তাই সব সময় নিজের একটা আলাদা স্টাইল স্টেটমেন্ট রাখা দরকার। যেটা দেখে মানুষ আলাদা করে চিনতে পারবে। সব সময় এমন আউটফিট পরা উচিত যেটা পরলে তুমি কমফর্টেবল হবে।

টিনেজারদের ক্ষেত্রে এখন অনেক ধরনের টি-শার্ট ও আউটফিট রয়েছে যেগুলো পরলে তাদের স্টাইল স্টেটমেন্ট বজায় থাকবে। শীতেই ফরম্যাল আর পার্টি ওয়্যার দু’ক্ষেত্রেই ঝকঝকে হয়ে ওঠা জরুরি।

এটা শেয়ার করতে পারো

...

Loading...