রোদ চড়ছে। তাত বাড়তে শুরু করেছে বাতাসের। গরম থেকে বাঁচতে জামাকাপড়ও বেছে পরতে হয় এই সময়টায়। মন শুধু যেন কটন খোঁজে। হালকা আর ঝরঝরে থাকতে চায়। কিন্তু বিয়েবাড়ি, পার্টি, গেট টুগেদার চলতেই থাকে। বিশেষ করে ডি-ডে-এর দিন আকর্ষণীয় লুক সবাই করতে চান। তাহলে ভরা গরমে ডি-ডে-এর দিন কী কী লুক ট্রাই করা যায়? কেমন হবে ফ্যাশন আর স্টাইল স্টেটমেন্ট?
ডি’ডের সাজ-সাযেশন দিলেন ফ্যাশন ডিজাইনার জনি রেজওয়ান। দেখালেন বেশ কিছু নতুন লুক।
ফার্স্ট লুক- এই লুকের জন্য হালকা সবুজ রঙের একটি জ্যাকেট ব্যবহার করা হয়েছে। জ্যাকেটটির কাঁধের দু সাইডে নীল সুতোর কাজ করা হয়েছে। এছাড়াও এই ড্রেসের সঙ্গে গ্ৰে কালারের একটি ট্রাউজার ব্যবহার করা হয়েছে। গ্ৰীষ্মের সময় যে কোনও বিয়ের অনুষ্ঠানে ছেলেরা এই ড্রেস ব্যবহার করতে পাবে। পুরো ড্রেসটি সুতির কাপড় দিয়ে তৈরি করা হয়েছে। ফলে গরমের সময় এই ড্রেস ক্যারি করা যাবে খুব সহজে।
সেকেন্ড লুক- এই লুকের জন্য গ্ৰে কালারের একটি জ্যাকেট ব্যবহার করা হয়েছে। সঙ্গে পরানো হয়েছে একটি গ্ৰে কালারের ট্রাউজার। জ্যাকেটের উপরে, গলার নীচে লাল, সোনালী ও কমলা রঙের সুতো দিয়ে কাজ করা হয়েছে। জ্যাকেটটি আরও আকর্ষণীয় করার জন্য মেটালের বোতাম ব্যবহার করা হয়েছে।
থার্ড লুক- এই লুকের জন্য একটি কুর্তার উপর জ্যাকেট পরা হয়েছে। জ্যাকেটের উপর গোল্ডেন ও রেড কম্বিনেশনে ব্লক প্রিন্টের কাজ করা হয়েছে। গ্ৰীষ্মের সময় যে কোনও অনুষ্ঠানে এই ড্রেস ব্যবহার করা যেতে পারে।
ফোর্থ লুক- এই লুকের জন্য একটি গোল্ডেন কুর্তা ব্যবহার করা হয়েছে। কুর্তার বুকের বাম অংশে বেগুনী, গোলাপি রঙের সুতো দিয়ে কাজ করা হয়েছে। এই লুকের জন্য যে ট্রাউজার ব্যবহার করা হয়েছে তাতেও সুতোর কাজ করা হয়েছে। এই ধরনের ড্রেস যে কোনও বিয়ের অনুষ্ঠানে যাওয়ার আগে পরা যেতে পারে।