কটন শাড়ি নিখুঁতভাবে পরার সহজ উপায় কী?

Beauty katha- কটন বা হ্যান্ডলুম শাড়ি পরতে ভীষণ ভালবাসেন, কিন্তু পরতে গিয়ে নাজেহাল? কটন শাড়ি নিখুঁতভাবে পরার সহজ উপায় কী? কীভাবে নজর কাড়বেন শাড়ির স্টাইলে, মুশকিল আসান টিপস দিলেন গায়িকা এবং ফ্যাশন ডিজাইনার অমৃতা দত্ত (Amrita Dutta, Designer)

ফ্যাশন ডিজাইনার অমৃতা দত্ত জানিয়েছেন, কেউ কীভাবে কোনও পোশাক ক্যারি করছেন তার ওপর নির্ভর করে তাকে কেমন লাগছে। এটা শরীরের গঠনের ওপর নির্ভর করে না, নির্ভর করে আত্মবিশ্বাসের ওপর। যদি কোনও পোশাক পরে কারও মনে হয় তাকে ভাল লাগছে না তাহলে  শত ভাল লাগলেও তার ভাল লাগবে না। কারণ সেই আত্মবিশ্বাস নেই। পুরোটাই দেখার ধারণা আর ভাবনার ওপর।

কটন শাড়ি ফুলে থাকে বলে প্রচুর সেফটিপিন দিতে হয় এই ধারণা থেকে অনেকে কটন শাড়ি এড়িয়ে যান। কিন্তু শাড়িতে খুব বেশি সেফটিপিন না দেওয়াই ভাল। তাতে স্বাভাবিক চলাফেরা, বডি মুভমেন্টে একটা বাধা আসে। পোশাকও নষ্ট হয়ে যায়।

গড়ন অনুযায়ী কাকে কেমন ব্লাউজ মানাবে সে প্রসঙ্গে তিনি জানিয়েছেন, যে কোনও পোশাকে কাঁধ খুব গুরুত্বপূর্ণ। কাঁধ যদি চওড়া হয় তাহলে এক রকমের ব্লাউজ পরা উচিত আর সরু হলে আর এক রকম। কাঁধের ওপরও ব্যক্তিত্ব নির্ভর করে।

গড়ন অনুযায়ী কাকে কেমন ব্লাউজ মানাবে সে প্রসঙ্গে তিনি জানিয়েছেন, যে কোনও পোশাকে কাঁধ খুব গুরুত্বপূর্ণ। কাঁধ যদি চওড়া হয় তাহলে এক রকমের ব্লাউজ পরা উচিত আর সরু হলে আর এক রকম। কাঁধের ওপরও ব্যক্তিত্ব নির্ভর করে। চওড়া কাঁধের ক্ষেত্রে রাউন্ড, স্কোয়ার শেপে ডিপ কাট খুব ভাল লাগে। কাঁধের মাপ সরু হলে ব্লাউজের কাট খুব ডিপ হবে না। তবে হল্টার নেক পরলে কাঁধ চওড়া দেখাবে। ব্লাইজের স্লিভসের ক্ষেত্রে মনে রাখা উচিত হাত এবং বাহুর মাপ। আর্ম চওড়া হলে স্লিভলেস এড়িয়ে চলা ভাল।

শাড়ির সঙ্গে জুতোর ম্যাচে হিলস ভাল লাগে। আবার কটন শাড়িতে কেউ ক্যারি করতে পারলে স্নিকার্স-এর সঙ্গেও পরতে পারে। কোথায় যাচ্ছি এটা বুঝে শাড়ির সঙ্গে জুতো বেছে নেওয়া উচিত।

জুয়েলারির ক্ষেত্রে আবহাওয়া আর সময় খুব গুরুত্বপূর্ণ। যেমন হেভি জুয়েলারি শীতকালের সন্ধ্যেবেলা খুব ভাল মানাবে। আবার গ্রীষ্মে রাতের অনুষ্ঠানে হালকা জুয়েলারি ভাল লাগবে।

অমৃতার অভিনবত্ব তাঁর গামছা শাড়ির কালেকশনে। ডিজাইন করার সময় তিনি এমন কিছু করতে চাইছিলেন যা একেবারেই আলাদা আর অন্যরকম। বাঙালিদের সব শুভ অনুষ্ঠানে গামছা লাগে। গামছা ছাড়া কোনও অনুষ্ঠান হয় না। আবার দৈনন্দিনে লাগে।

এটা শেয়ার করতে পারো

...

Loading...