কেবল মাত্র লিপস্টিক প্যালেট দিয়েই দুর্দান্ত মেকআপ মাত্র ১০ মিনিটে!

দুর্দান্ত মেকআপ মাত্র ১০ মিনিটে! চাই শুধু লিপস্টিক! একটা লিপস্টিক প্যালেটেই লুক কমপ্লিট! ভাবছেন কীভাবে সম্ভব? লিপস্টিক দিয়ে মেকআপ ম্যাজিক দেখালেন প্রফেশনাল মেকআপ আর্টিস্ট জয় ঘোষ ( Joy Ghosh, Professional Makeup Artist)।

একবার একটা ওয়ার্কশপে গিয়ে তাৎক্ষণিক বুদ্ধিতে জয় আবিষ্কার করেছিলেন লিপস্টিক দিয়ে মেকআপের অভিনব কৌশল।

তিনি জানিয়েছেন, মেক আপের আসল ব্যাপার হল কালার উইল। এই কালার উইলের মধ্যে যাই মেকআপ করা হোক না কেন আইশ্যাডো হোক বা লিপস্টিক, কালার উইল ঠিক মতো জানা থাকলে যে কোনও কালার মিক্স করে সেই টোন আনা যায়। মেক আপের আসল ব্যাপার হল কালার উইল। এই কালার উইলের মধ্যে যাই মেকআপ করা হোক না কেন আইশ্যাডো হোক বা লিপস্টিক, কালার উইল ঠিক মতো জানা থাকলে যে কোনও কালার মিক্স করে সেই টোন আনা যায়। লিপস্টিক মেকআপ হ্যাক হিসেবে যেমন ব্যবহার করা যায় তেমন প্রফেশনালিও ব্যবহার করা যায়। ব্লাশ হিসেবে লিপস্টিক খুব ভাল। স্টে করে বেশি। টোন বাড়ানো কমানো যায়। ব্লাশের থেকেও বেশি সফট। ঠোঁট ছাড়াও মুখের অন্যান্য অংশে মেকআপ হিসেবে লিপস্টিক ব্যবহার করলে তার কোনও পার্শ্ব প্রতিক্রিয়া নেই। তবে যদি ঠিক মতো রিমুভ না করা হয় তাহলে সমস্যা হতে পারে। ভাল ব্র্যান্ডের লিপস্টিক ব্যবহার করা উচিত।

লিপস্টিক দিয়ে কালার কারেকশন করা যায়। হোল মেকআপে ক্রিমি লিপস্টিক ব্যবহার করতে হবে। ম্যাট লিপস্টিক ক্র্যাক হয়ে যাবে।

এটা শেয়ার করতে পারো

...

Loading...