মেকআপ-এর মাধ্যমে কীভাবে ড্রাই স্কিনে গ্লো আনা সম্ভব?

মেকআপ-এর মাধ্যমে কীভাবে ড্রাই স্কিনে গ্লো আনা সম্ভব? কীভাবে দীর্ঘক্ষণ ধরে রাখা যায় সেই মেকআপ? এই ধরনের মেকআপের কি কোনও পার্শ্বপ্রতিক্রিয়া আছে? রুক্ষ শুষ্ক ত্বকে স্বাভাবিক ঔজ্জ্বল্য বজায় রাখতে কীভাবে যত্ন নেওয়া উচিত? টিপস দিলেন প্রফেশনাল মেকআপ আর্টিস্ট, হেয়ার স্টাইলিস্ট শতাব্দী মিদ্যে (Shatabdi Middey, Professional Makeup Artist & Hair Stylist)

শতাব্দী মিদ্যে জানিয়েছেন, যে কোনও ধরনের ত্বকের জন্য সিটিএম মাস্ট। মানে ক্লিনজিং, টোনিং, ময়েশচারাইজার। মেকআপের আগে এই তিন পর্ব শেষ করতে হবে। শুষ্ক ত্বকে জেল্লা আনার জন্য আমরা অয়েল বেসড প্রাইমার ব্যবহার করতে পারি বা জেল বেসড ক্রিম। জেল বেসড সব স্কিনে ব্যবহার করা যায় বিশেষ করে ড্রাই স্কিনের জন্য। যদি ক্রিম বেসড ফাউন্ডেশন কেউ ব্যবহার করে সেটা যেন খুব লাইট হয়। ফাউন্ডেশন অতিরিক্ত হয়ে গেলে লুক কেকি হয়ে যাবে। লিকুইড ফাউন্ডেশন ব্যবহার করলে ফ্ললেস ব্যাপারটা দীর্ঘ সময় থাকবে। হাইলাইটিং-এর ক্ষেত্রে স্ট্রোবিং পাউডার ব্যবহার করা উচিত। মেকআপ-এ বেসিক, বেস আর ফিনিশিং খুব গুরুত্বপূর্ণ। বেস মেকআপ করার সময় খেয়াল রাখতে হবে প্রোডাক্ট যেন একদম কম থাকে। প্রোডাক্ট কেনার সময় হাত অথবা কানের সঙ্গে ম্যাচ করে কেনা উচিত। কানের রঙ যা হবে সেটাই হবে ফাউন্ডেশনের রঙ। কিন্তু হাতের বর্ণের সঙ্গে মিলিয়ে কিনলে ভারসাম্য রক্ষা করা যায় সহজে। প্রতিদিনের মেকআপের ক্ষেত্রে মুখে প্রাইমার লাগিয়ে তার ওপর একটা হালকা ফাউন্ডেশন বেস আর পাউডার লাগিয়ে নিলেই কমপ্লিট। একটু ভাল ব্রান্ডের ভাল প্রোডাক্ট হলে ১২ ঘন্টা থাকে ।

এটা শেয়ার করতে পারো

...

Loading...