বিয়ে বাড়ি হোক কিংবা অন্য কোনো অনুষ্ঠানে মেয়েদের সবচেয়ে পছন্দের ড্রেশ লেহেঙ্গা। নতুন প্রজন্মের কাছে লেহেঙ্গার জনপ্রিয়তা সবচেয়ে বেশি। কিন্তু একই লেহেঙ্গা দিয়ে সাজাতে এখন অনেকের একঘেঁয়ে লাগে। তাহলে লেহেঙ্গা দিয়ে নতুন লুক করবেন কীভাবে? লেহেঙ্গা দিয়ে সাজবেন কীভাবে?
লেহেঙ্গা বিভিন্ন লুক করার উপায় জানিয়েছেন ফ্যাশন ডিজাইনার নাফিসা খান।
মেকআপ আর্টিস্ট নাফিসা খান বলেছেন, লেহেঙ্গা দিয়ে ব্রাইডাল লুক করার জন্য যে কোনও রঙের লেহেঙ্গা পরা যেতে পারে। এছাড়াও গয়না পরতে পারেন লুকটি আরও আকর্ষণীয় করার জন্য। শেষে একটি ওড়না দিয়ে মাথায় ঘোমটা দিয়ে নিলেই লুক রেডি।
এবার ব্রাইডাল লেহেঙ্গা দিয়ে ওয়েষ্টার্ন লুক করার জন্য লেহেঙ্গার টপের উপর একটি জ্যাকেট পরে নিতে হবে। তাহলেই লুক রেডি। খুব সহজেই এই লুক আনা যেতে পারে।
শুধু লেহেঙ্গা দিয়ে হাই ফ্যাশন লুক করার জন্য লেহেঙ্গার টপের উপর একটি কোট পরে নিতে হবে। তবে শেষে একটি সানগ্লাস পড়তে পারেন লুকটি আকর্ষণীয় করার জন্য। যে কোনও পার্টিতে যাওয়ার জন্য এই লুক একদম সঠিক।
পরবর্তী লুকের জন্য লেহেঙ্গার টপ হিসেবে টি-শার্ট ব্যবহার করতে পারেন। শেষে গলায় থাক একটা নেকপিস। তাহলেই লুক রেডি হয়ে যাবে। এটিও একটি হাই ফ্যাশন লুক। বিয়ে বাড়ি কিংবা অন্য অনুষ্ঠানে যাওয়ার আগে এই লুক ট্রাই করা যেতে পারে।