আই ব্রাউ বা ভ্রু’র ওপর মুখের সৌন্দর্য অনেকটাই নির্ভর করে। চোখের মেপআপ সম্পূর্ণ হয় না আই ব্রাউ ঠিক না হলে। ঘন ভ্রু আর কাজল চোখ গোটা মুখটাই বদলে দেয়।
তবে সকলের ভ্রু সমান হয় না। পাতলা আই ব্রাউ অনেকেরই সমস্যা। আই ব্রাউ ঘন যাতে দেখায় তার জন্যরকম উপায় আছে। অনেকেই বিভিন্ন ধরনের কসমেটিক ব্যবহার করে সেই আই ব্রাউ ডার্ক করার চেষ্টা করেন। তবে শুধুমাত্র মেকআপ ব্যবহার করেই লাইট আই ব্রাউ ডার্ক করা যায়। কিন্তু লাইট আই ব্রাউ ডার্ক করতে কী মেকআপ ব্যবহার করা উচিত? আই ব্রাউ মেকআপ করার সঠিক উপায় কী?
আই ব্রাউ মেকআপ করার পদ্ধতি জানিয়েছেন মেকআপ আর্টিস্ট দেবরূপ ঘোষ।
মেকআপ আর্টিস্ট দেবরূপ ঘোষ বলেছেন, সব মানুষের আই ব্রাউ সাইজ এক হয় না। অনেকেরই আই ব্রাউ লাইট হয়। তাই তারা বিভিন্ন পদ্ধতি ব্যবহার করে আই ব্রাউ সাইজ বাড়তে চান। এই জন্য অনেকেই ক্যাস্টার ওয়েল ব্যবহার করেন। কিন্তু এতে খুব বেশি ফল পাওয়া যায় না। তাই এবার আই ব্রাউ মেকআপ করার কিছু পদ্ধতি দেখালেন মেকআপ আর্টিস্ট দেবরূপ ঘোষ।
আই ব্রাউ মেকআপ করার জন্য সব সময় ডার্ক ব্রাউন কালার ব্যবহার করতে হবে। কখনও ব্ল্যাক কালার ব্যবহার করা যাবে না। আর কালার করা শুরু করতে হবে আই ব্রাউ র মাঝখান থেকে। সব সময় আই ব্রাউ-এর ব্ল্যাঙ্ক এরিয়াগুলো কালার করতে হবে। আই ব্রাউ-এর দুই সাইডে খুব হালকা শেড দিতে হবে। এই ধরনের আই ব্রাউ মেকআপের জন্য জেল বেস কালার ব্যবহার করা উচিত।
পরের পদ্ধতিতে আই ব্রাউ কালার পাউডার ব্যবহার করা হয়েছে। এই মেকআপের জন্য ডার্ক ব্রাউন কালার ব্যবহার করা উচিত। এবারও আগের পদ্ধতি মেনে আই ব্রাউ-এর মাঝখান থেকে কালার করা শুরু করতে হবে। মেকআপ স্থায়ী করার জন্য ট্রান্সপারেন্ট মাসকারা ব্যবহার করা যেতে পারে।