স্টাইল স্টেটমেন্টে নিজস্বতা বজায় রাখা কেন জরুরি?

নিজের ব্যক্তিত্বকে আকর্ষণীয় করে তুলতে চান সকলেই। তবে তার জন্য নিজস্ব ব্যক্তিত্ব ও স্টাইল স্টেটমেন্ট এই দুটোর মধ্যেই নিজস্বতা বজায় রাখতে হবে। কারুর স্টাইল স্টেটমেন্ট ভাল লাগলেই তাকে অনুকরণ করাটা ঠিক নয় বরং সেই স্টাইলকে নিজের স্টাইল স্টেটমেন্ট বানালে তার মধ্যেও একটা নিজস্বতা বজায় রাখতে হবে। কিন্তু কীভাবে? এই প্রশ্নের উত্তর দিলেন ফ্যাশন ডিজাইনার রাজলক্ষ্মী শ্যাম।

ফ্যাশন ডিজাইনার রাজলক্ষ্মী শ্যাম জানিয়েছেন, (Fashion Designer-Rajlakshmi Syam), প্রতিটি মানুষ নিজস্ব পরিচয় নিয়ে জন্মায়। পিতা-মাতার দেওয়া পরিচিতি তো থাকবেই। কিন্তু আসতে আসতে নিজের একটা আইডেন্টিটি তৈরি হবে। স্কুলে যাওয়া শুরু হলেই শিশুদের এই বিষয়টা আসতে আসতে তৈরি করে। নিজস্বতা আর ব্যক্তিত্ব দুটো একে অপরের সঙ্গে যুক্ত। এথনিক আউটফিট শাড়িরও একটা স্টাইল স্টেটমেন্ট রয়েছে। এখন মহিলাদের মতো পুরুষদের একটা স্টাইল স্টেটমেন্ট হয়ে গিয়েছে শাড়ি।

নতুন প্রজন্মের ছেলেমেয়েরা ফ্যাশন ট্রেন্ড ফলো করতে ভালবাসে। কিন্তু ফ্যাশন ট্রেন্ড ফলো করেও নিজের একটা আলাদা স্টাইল স্টেটমেন্ট তৈরী করা যায়। কিন্তু ফ্যাশনটা সব সময় এমনি হওয়া উচিত যা পরিবেশের সঙ্গে মানাবে।

ফ্যাশন ও ব্যক্তিত্বের মধ্যে নিজস্বতা বজায় রাখাটা সত্যিই খুব জরুরি। না হলে হারিয়ে যাবে। প্রত্যেক মানুষকে দেখতে আলাদা। কারুর গায়ে রং শ্যাম বর্ণ আবার কেউ একটু ফর্সা। কিন্তু মানুষটাকে দেখতে কেমন সেটা গুরুত্বপূর্ণ নয়, বরং তার ভাল মানসিকতাই তার সৌন্দর্যকে বাড়িয়ে তোলে। কারুর কোনও কাজ ভাল লাগতেই পারে। কিন্তু সেই জন্য তাকে অনুকরণ করাটাও ঠিক না। কারণ কাউকে অনুকরণ করে নিজের আইডেন্টিটি তৈরি করা যায় না।

এটা শেয়ার করতে পারো

...

Loading...