ট্রেন্ড যখন ইন্দো-ওয়েস্টার্ন তখন কী ধরনের আউটফিট বেছে নেবেন?

চেনা ধারণা যে আউটফিট পুরুষদের জন্য তৈরী সেই আউটফিট মহিলাদের মানায় না। বিশেষ করে এথনিক আউফিটের ক্ষেত্রেই এই কথা ভীষণভাবে প্রযোজ্য। এখন কাজের জায়গাতেও ইউনিস্বেক্স ফ্যাশন ট্রেন্ডে ইন। স্টাইলিং ও ডিজাইনিংয়ের মাধ্যমে খুব সহজেই পুরুষদের পোশাক ও হয়ে ওঠে নারীর। কিন্তু কীভাবে সেটাই দেখালেন প্রফেশনাল ডিজাইনার শাহবাজ আহমেদ।

প্রফেশনাল ডিজাইনার শাহবাজ আহমেদ বলেছেন, আধুনিক যুগে সব ধরনের কর্মক্ষেত্র নারী-পুরুষ সমান ভাবে কাজ করছেন। ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে শুরু করে কর্পোরেট কোম্পানি, সব জায়গাতেই পুরুষদের সঙ্গে নারীরাও নিজের যোগ্যতা প্রমাণ করার সুযোগ পাচ্ছে। কিন্তু এমন কিছু এথনিক আউফিট রয়েছে যা শুধু মাত্র পুরুষদের মানাবে। তবে সেগুলো মেয়েরা পরলে কেমন লাগবে সেটাই দেখানোর চেষ্টা। ইন্দো অ্যান্ড ওয়েস্টার্ন ফিউশন স্টাইল নিয়েও নানা মানুষের নানা ধারণা। কোন সাজ বা স্টাইল কোথায় মানাবে সেটাই এবার দেখানো হবে।

ইন্দো-ওয়েস্টার্ন ফিউশন ছাড়াও পুরুষদের এথনিক আউফিটে কেমন লাগতে পারে মহিলাদের সেটাই দেখালেন প্রফেশনাল ডিজাইনার শাহবাজ আহমেদ।

প্রথম আউটফিট, সবুজ রঙের শেরওয়ানি দেখানো হয়েছে। যেটা মহিলারা যে কোনও অনুষ্ঠানে পরতে পারেন।

দ্বিতীয় আউটফিট, মহিলাদের জন্য একটি আউটফিট দেখানো হয়েছে যেটি ছেলেদের পাঞ্জাবী কেটে তৈরি করা হয়েছে।

তৃতীয় আউটফিট, একটি সাদা শেরওয়ানি দেখানো হয়েছে। যার উপর সবুজ ও গোলাপি রঙের ডিজাইন করা হয়েছে। এটি ছেলেদের পাশাপাশি মেয়েরাও পরতে পারবে‌।

এটা শেয়ার করতে পারো

...

Loading...