পয়লা বৈশাখ বাংলা নববর্ষের প্রথম দিন খুব বিশেষ। বছরের অন্যান্য দিন যতই জিন্স টপ, স্কার্ট বা কুর্তি কামিজের কমফোর্ট পোশাক থাকুক এই দিনটায় সকলেই চিরচেনা বাঙালি সাজে সেজে উঠতে চায়। কিন্তু প্রবল গরমে আরামও চাই। সকালের নিগ্ধতা ছড়িয়ে থাক বছর শুরুর সাজসজ্জাতেও। বাংলা নববর্ষে সকালবেলার স্পেশ্যাল সাজ সাজেশন দিলেন প্রফেশনাল মেকআপ আর্টিস্ট ডোনা সাহা (Dona Saha, Professional Makeup Artist)
ডোনা সাহার মতে নববর্ষের সাজ ট্র্যাডিশনালই সবচেয়ে ভাল লাগে। শাড়ি থেকে গয়না সবেতেই সাবেকিয়ানার ছোঁয়া। পয়লা বৈশাখে প্রতিটি বাঙালির মধ্যেই একটা আলাদা অনুভূতি কাজ করে। লাল পাড় সাদা শাড়ি, তাঁত, জামদানি, হ্যান্ডলুম পরা যেতে পারে। জ্যুয়েলারিতেও সেরকম টাচ। জাঙ্ক জুয়েলারি, অক্সিডাইজড, টেম্পল জুয়েলারি পরা যেতে পারে। মেকআপ হবে ন্যাচারাল। যে প্রোডাক্টই ব্যবহার করা হোক না কেন তার পরিমান হবে অল্প। কখনও যেন ছাপিয়ে না যায়।
মেকআপ যাই করা হোক না কেন প্রতিদিনের ত্বকের যত্ন খুব জরুরি, প্রচন্ড গরমে ত্বক ভাল রাখতে জল আর ফল দুয়ে জোর দিতে হবে।
মেকআপ করার সময় বেস মেকআপের আগে ক্লেনজিং-টোনিং-ময়েশ্চারাইজিং করে নিতে হবে। বেস মেকআপ করার পর আইব্রাও-আইজ আর লিপ মেকআপ। আইব্রাও মেকআপে কখনও ব্ল্যাক কালার ব্যবহার করা উচিত নয়। ভারতীয় ত্বকে ব্রাউন-মিডিয়াম ব্রাউন বা লাইট ব্রাউন ব্যবহার করা যেতে পারে।
নববর্ষের মেকআপে আইশ্যাডো ওয়ার্ম কালার বেশি ভাল লাগে। ব্রাউন স্মোকি আইজ করা যেতে পারে। অনেকে ডে মেকআপে কন্টোর করে না। তবে হালকা করে করা যেতেই পারে। লিপ মেকআপের সময় লিপ কালার সব সময় ব্রাশে করে অ্যাপ্লাই করা উচিত। আপমেকআপ যদি বোল্ড হয় তাহলে লিপ মেকআপ হবে লাইট। আর লিপ ব্রাইট আর বোল্ড হলে আই মেকআপ হবে হালকা।