সেলিব্রেটি রেট্রো লুক কী?

সেলিব্রেটি-লুক সব সময় ইং থিং। হেয়ার স্টাইল থেকে মেকআপ সবেতেই। কিন্তু কীভাবে সাজবেন সেলিব্রেটিদের মতো? সেলিব্রেটি রেট্রো লুক কী?

সেলিব্রেটি রেট্রো লুক আনার সহজ পদ্ধতি জানিয়েছেন মেকআপ আর্টিস্ট সরমা দে। 'ওম শান্তি ওম' ছবিতে অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের যে লুক করেছিলেন। সেই লুকই দেখাতে চলেছেন মেকআপ আর্টিস্ট সরমা দে।

মেকআপ আর্টিস্ট সরমা দে বলেছেন,  মেকআপ করার আগে সব সময় ক্লিনজিং ও টোনার ব্যবহার করতে হবে। তারপর ময়েশ্চরাইজার ব্যবহার করতে হবে। শীত হোক কিংবা গ্ৰীষ্ম সব ঋতুতেই ময়েশ্চারাইজার ব্যবহার করা খুবই জরুরি। ময়েশ্চারাইজারের পর লাগবে প্রাইমার। এরপর কনসিলার ব্যবহার করে মুখে কোনো দাগ থাকলে তা ঢেকে দিতে হবে। এবার স্কিন টোন অনুযায়ী ফাউন্ডেশন ব্যবহার করতে হবে। তবে মেকআপ করার সব সময় মনে রাখতে হবে যে মুখের সঙ্গে গলা ও ঘাড়ে সমান পরিমাণ মেকআপ ব্যবহার করা উচিত। ফাউন্ডেশন ব্যবহার করার পর হাইলাইটার ব্যবহার করতে হবে মেকআপ উজ্জ্বল করার জন্য। এরপর মেকআপটা সেট করার জন্য পাউডার ব্যবহার করতে হবে।

এবার আই ব্রোতে ব্ল্যাক ম্যাট কালার ব্যবহার করতে হবে। এরপর আই শ্যাডোর জন্য খুব লাইট কালার ব্যবহার করতে হবে। নিউড আই মেকআপ করার জন্য সব সময় খুব কম কালার ব্যবহার করা উচিত। তারপর মেকআপে শার্প লুক আনার জন্য কনটোর ব্যবহার করতে হয়ে। এবার গালে ও নাকে ব্লাশ ব্যবহার করতে হবে। তারপর মেকআপের স্থায়ীত্ব বাড়ানোর জন্য ফিক্সিং স্প্রে ব্যবহার করতে হবে। এরপর দুই গালে ও কপালে হাইলাইটার ব্যবহার করতে হবে। এবার ব্ল্যাক লাইনার ব্যবহার করে চোখের মেকআপ করতে হবে। অন্যদিকে ঠোঁটের মেকআপের জন্য লাইট রেড কালার ব্যবহার করা যেতে।

তারপর হেয়ার স্টাইল করার জন্য প্রথমে চুলে মাঝখানে একটা পাফ বানাতে হবে। আর মাঝখানে পাটিং করতে হবে। তবে হেয়ার স্টাইল করার সময় হেয়ার স্প্রে ব্যবহার করতে হবে যাতে হেয়ার স্টাইল বেশি সময় পর্যন্ত স্থায়ী হয়ে থাকে। তারপর হেয়ার শাইনিং স্প্রে ব্যবহার করতে হবে, এতে চুল উজ্জ্বল দেখায়। তারপর চুলের কিছুটা অংশ বিনুনি করে নিয়ে তা পাফের উপর ক্লিপ দিয়ে আটকে দিতে হবে। এবার চুলে হেয়ার স্প্রে ব্যবহার করে কোমব করে নিয়ে এসে কানের কাছে এনে আটকে দিতে হবে। দু দিকে একই ভাবে করতে হবে। সবার শেষে লাল গোলাপ মাথার পাফে আটকে দিলেই ‘দীপিকা লুক’ রেডি।

এটা শেয়ার করতে পারো

...

Loading...