নিজের লুক আরও আকর্ষণীয় করার জন্যে সুন্দর পোশাক খুবই জরুরি। পোশাক বদলে দেয় ব্যক্তিত্ব। সঠিক রঙের পোশাক নির্বাচন করা যায় তাহলে অনেক খুঁত ঢাকা পড়ে যায়। কিন্তু বডি শেপ অনুযায়ী পোশাকের রঙ অনেকেই বেছে নিতে পারেন না। কীভাবে করবেন নিজের জন্য পোশাকের সঠিক রঙ নির্বাচন? এই প্রশ্নের উত্তর দিতে জিয়ো বাংলার পর্দায় হাজির হয়েছেন গ্ৰুমিং এক্সপার্ট ও ফ্যাশন ইনফ্লুয়েন্সার বিনু কৌর (Veenu Kaur)।
গ্ৰুমিং এক্সপার্ট ও ফ্যাশন ইনফ্লুয়েন্সার বিনু কৌর জানিয়েছেন, ভারতীয়দের শরীরের গঠন নানা ধরনের। যার মধ্যে রয়েছে আর ক্লাস শেপ, ওভাল শেপ, রাউন্ড ইত্যাদি। কিন্তু নিজের বডি শেপ নিজেকেই বুঝে নিতে হবে। কালো এমন একটা রং যে রঙের পোশাক পরলে সকলকেই ভালো মানাবে। তবে পোশাকের পাশাপাশি পার্সোনালিটিও ঠিক রাখা খুব দরকার। তার জন্যে নিজের আত্মবিশ্বাস বাড়াতে হবে। যেমন- যখন কারুর সঙ্গে কথা বলা হয় তখন অনেকেই হাত নীচে রেখে কথা বলে। তখন বুঝতে হবে তার কনফিডেন্সের অভাব রয়েছে। তাই কথা বলার সময়ে হাত নীচে রাখা যাবে না। এছাড়াও কারুর সঙ্গে হ্যান্ড শেক করার সময় হাত সোজা রাখতে হবে।
জুতো ক্ষেত্রে সব সময়ে যাদের উচ্চতা কম তাদের 'পয়েন্টেড শু' পরতে হবে। তবে তোমাকে যে লুকে মানাবে বা সবাই তোমার যে লুকের প্রশংসা করবে সেই লুকটাই ধরে রাখা উচিত। রাউন্ড বডি শেপ হলে তাকে ভি নেক শেপের টি-শার্ট পরতে হবে। ব্ল্যাক, ডার্ক ব্লু, মিলিটারি গ্ৰিন কালারের পোশাক ভালো মানাবে। এছাড়াও পাম্পস শু পরা যেতে পারে।