পারফেক্ট ফাউন্ডেশন শেড বাছবেন কীভাবে?

নিজের ত্বকের জন্য ফাউন্ডেশনের পারফেক্ট শেড বাছবেন কীভাবে? ফাউন্ডেশন ব্যবহারের নিয়ম কী? ফাউন্ডেশন লাগানোর আগে স্কিন প্রিপারেশন কীভাবে করবেন? টিপস দিলেন প্রফেশনাল মেকআপ আর্টিস্ট রিপিকা দাস (Ripika Das, Makeup Artist)

গরমকালে ফাউন্ডেশন ব্যবহারের আগে কোন কোন বিষয়ে নজর দেওয়া উচিত?

মেকআপ আর্টিস্ট রিপিকা দাস জানিয়েছেন, ফাউন্ডেশন ব্যবহারের আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল স্কিন কেয়ার। সঠিকভাবে স্কিন কেয়ার করা হলে তবেই তা লংলাস্টিং আর ফ্ললেস হবে।

গরমে প্রচন্ড ঘাম হয়। তাই সানস্ক্রিন ব্যবহার করতে হবে। তাতে স্কিন ডাল লাগতে পারে। তাই টোনিং ময়েশচারাইজিং, সানস্ক্রিন দিতে হবে। তারপর মেকআপের ময়েশচারাইজার তারপর প্রাইমার ব্যবহারের পর ফাউন্ডেশন লাগাতে হবে। এরপর  কম্প্যাক্ট ব্যবহার করতে হবে। এটি খুব গুরুত্বপূর্ণ অঙ্গ। মেকআপ সেট হয় সঠিক কম্প্যাক্ট-এর মাধ্যমেই। সকালে মেকআপ করার পর বিকেলে সেটিং স্প্রে দিয়ে মেকআপ আর একবার সেট করে নিতে হবে। তার আগে কম্প্যাক্ট-এর টাচআপ।

এভাবেই টাচআপ দিলে মেকআপ রাত অবধি স্টে করবে। এক শেডের বদলে ডাবল শেডের ফাউন্ডেশন যখন ব্যবহার করা হয় তখনই স্কিনটোন পারফেক্ট হয়। একটা লাইট এবং আর একটা ডার্ক শেডের ফাউন্ডেশন নিতে হবে। মুখ, হাত, গলার স্কিন টোন যেন একদম একই শেডের থাকে। নাহলে দেখতে খুব বাজে লাগে। হাতের বদলে ব্লেন্ডার ব্যবহার করলে ভাল ফল পাওয়া যায়। ব্লেন্ডার হালকা ভিজিয়ে নিতে হবে। হালকা ও ভারি মেকআপ দুই ক্ষেত্রেই। ফাউন্ডেশনের বেস ভাল হলে তবেই মেকআপ হয়ে ওঠে পারফেক্ট!

এটা শেয়ার করতে পারো

...

Loading...