How to become a model: একজন মডেল হওয়ার কী কী গুণাবলী থাকা উচিত?

মডেল হতে অনেকেই চায়। কিন্তু মডেলিং-কে নিজের পেশায় পরিণত করার জন্য কী কী স্কিল থাকা প্রয়োজন, এবিষয়ে জানেন না অনেকেই। আজ জিয়ো বাংলার ‘বিউটি কথা’য় এই গুরুত্বপূর্ণ বিষয় নিয়েই টিপস দিলেন বাংলাদেশের  বিখ্যাত ফ্যাশান মডেল ইমাম মাহামুদ রাফাত…

হাইলাইটস:

১। মডেল হওয়ার জন্য কী কী স্কিল থাকা জরুরি?

২। সঠিক ফিগার বা হাইটের উপর কতটা প্রয়োজন?

৩। সঠিক পোশাক কীভাবে বাছাই করা সম্ভব?

মডেল হওয়ার জন্য কী কী স্কিল থাকা জরুরি?

মডেল এমন একজন মানুষ, যিনি যেকোনো পোশাক বা জিনিস সুন্দরভাবে ক্যারি করে আমাদের সামনে উপস্থাপন করেন। সুতরাং একজন মডেলের যেকোন জিনিস যথাযথভাবে ক্যারি করার স্কিল থাকা চাই।

এছাড়াও, মডেলিং-এর ক্ষেত্রে পলিসনেস ও কাজে দক্ষতা থাকা খুব প্রয়োজন। যেকোন কাজের জন্যই এই গুণ থাকতে হবে। দক্ষতার অভাব থাকলে কোনও কাজই সঠিকভাবে করা সম্ভব নয়। আর সবথেকে গুরুত্বপূর্ণ একজন ভালো মানুষ হতে হবে, অর্থাৎ যেকোন পেশাতেই মানুষকে যথাযথ সম্মান দিতে হবে।

সঠিক ফিগার বা হাইটের উপর কী একজন মডেলের কেরিয়ার নির্ভর করে?

মডেলিং ইন্ডাস্ট্রিতে বিভিন্ন ধরণের ভাগ রয়েছে। কেউ ফ্যাশান মডেল, কেউ রানওয়ে মডেল অথবা কেউ ফিটনেস মডেল। তাই যে কাজের উপর নির্ভর করে মডেল হিসাবে বাছা হবে, তার উপর নির্ভর করে মডেলের সঠিক চেহারা ও ফিটনেস।

কিন্তু সবক্ষেত্রেই একটা নিয়ম মেনে চলা জরুরি। সঠিক শারীরিক গঠন থেকে চেহারার গ্লো বা স্কিনটোন ঠিক থাকতে হবে। তাই নিজেকে গ্রুম করা প্রয়োজন। র‍্যাম্পে কেমনভাবে হাঁটতে হবে বা কেমনভাবে তাকাতে হবে এই বিষয়গুলো শেখানোর জন্য ট্রেনার রয়েছে। তাদের কাছ থেকে কাজ শিখে নিতে হবে। তবে নিজেকে উপস্থাপন করার জন্য প্রয়োজন সেলফ গ্রুমিং। নিজের মতন বারংবার অনুশীলন করতে হবে। সেটাই আমাদের আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করে।

চড়া মেকআপে ত্বক কীভাবে ভালো রাখা যায়?

মডেলদের সবসময়ই মেকআপ ও লাইটের মধ্যে থাকতে হয়। তাই বেশিরভাগ সময়ই দেখা যায়, সেটা ত্বকের ক্ষতিসাধন করে। তাই ত্বককে রেস্ট দিতে হবে।

তবে ত্বক বা স্কিনের ক্ষেত্রে অ্যালভেরা খুব ভালো কাজ করে। এটা বেশিরভাগ স্কিনেই সুট করে, তাই এটি ত্বকের পক্ষে ভালো। এছাড়াও, ঠান্ডা জল বা বরফ স্কিনকে রিলিফ দেয়, স্কিনকে ড্রাই রাখে। কিন্তু প্রত্যেকেরই উচিত নিজের ত্বকের ধরণ অনুযায়ী স্কিনকেয়ার প্রডাক্ট সিলেক্ট করা।

মডেলিং-এর ক্ষেত্রে কেমন ডায়েট অনুসরণ করতে হবে?

শরীর ফিট রাখার জন্য একটা হেলদি ডায়েট ফলো করা খুব প্রয়োজন। খাওয়ার মধ্যে পর্যাপ্ত পরিমাণে প্রোটিন ও সবজি থাকা দরকার। কিন্তু শরীর যদি ডিহাইট্রেট থাকে তবে সুস্থ থাকা সম্ভব নয়, তাই সঠিক পরিমাণে জল খেতে হবে।

দর্শকদের প্রশ্নঃ

মডেলকে কোন পোশাকে মানাবে, এটা কীভাবে বাছাই করা সম্ভব?

পোশাক বাছাইয়ের ক্ষেত্রে একটা কথা খুব প্রচলিত যে, যেমন পোশাক কম্ফর্টেবল বা আরামদায়ক, সেটাই আমাদেরকে মানাবে। কিন্তু এটা সবসময় সঠিক নয়। মডেলিং-এর ক্ষেত্রে যা সঠিকভাবে ক্যারি করা সম্ভব, সেটাই আদতে ফ্যাশান। এছাড়া কোন অনুষ্ঠানে গেলে সেই জায়গা অনুযায়ী পোশাক বাছাই করতে হবে।

খুব বেশি বয়সে কী মডেলিং-কে পেশা হিসেবে বাছা উচিত?

মডেলিং-এর কোন বয়স নেই। কিন্তু এই পেশার ক্ষেত্রে যেহেতু লুকস বা সঠিক চেহারা খুব গুরুত্বপূর্ণ তাই একটা নির্দিষ্ট বয়সের লিমিট রয়েছে। যারা খুব কম বয়সে এই পেশায় আসেন, তাদের কাছে সঠিকভাবে গ্রুম হওয়ার সময় থাকে। কিন্তু অধিক বয়সে শেখার আগ্রহ ও সময় থাকেনা।

এটা শেয়ার করতে পারো

...

Loading...