ত্বকে র‌্যাশের সমস্যা থাকলে মেকআপ কীভাবে করবেন?

বর্ষাকালে অনেকের ত্বকেই র‌্যাশের সমস্যা দেখতে পাওয়া যায়। সাধারণত নানা ধরনের ব্যাকটেরিয়া ও জীবাণুর প্রকোপ থেকেই ত্বকে র‌্যাশের সমস্যা দেখা দেয়। তাই বর্ষাকালে ত্বকের যত্ন নেওয়া খুব জরুরি। কিন্তু যাদের ত্বকে ব্রণ বা র‌্যাশের সমস্যা আছে তারা মেকআপ কীভাবে করবেন? এই প্রশ্নের উত্তর দিলেন প্রফেশনাল মেকআপ আর্টিস্ট শাবরিন ফাতমা।

প্রফেশনাল মেকআপ আর্টিস্ট শাবরিন ফাতমা বলেছেন, বর্ষাকালে ত্বকে র‌্যাশ ও অন্যান্য সমস্যা দেখা দেয়। তাই এই সময়ে যাদের ত্বকে সবচেয়ে বেশি র‌্যাশ হয়, তাদের নিজেদের স্কিন টাইপ অনুযায়ী ফেস ওয়াশ ও সাবান ব্যবহার করতে হবে। নিজের ব্যবহার করা সাবান অন্যদের ব্যবহার করতে দেওয়া যাবে না। এছাড়াও অনেক সময় ঘাম থেকেও র‌্যাশ দেখা দিতে পারে। তাই বাইরে থেকে আসার পর ঘাম ধুয়ে ফেলতে হবে। আমরা যেমন খাবার খাই তেমনই শরীরের পুষ্টির চাহিদা মেটানোর জন্য ঠিক তেমনই ত্বকের যত্ন নেওয়া উচিত ত্বক ভালো রাখার জন্য।  তবে যদি যত্ন নেওয়ার পরেও ত্বকে র‌্যাশ হয়ে তখন চিকিৎসকের পরামর্শ নিতে হবে। ত্বকের ব্যাকটেরিয়া বা জীবাণু ধ্বংসের জন্য ভিনিগার ব্যবহার করা যেতে পারে। কিন্তু ত্বকে র‌্যাশের সমস্যা থাকলে মেকআপ ব্যবহার করা উচিত নয়।

ত্বকে র‌্যাশের সমস্যা থাকলে কীভাবে মেকআপ করবেন তা দেখালেন প্রফেশনাল মেকআপ আর্টিস্ট শাবরিন ফাতমা।

ত্বকের যে কোনও দাগ ঢাকার জন্য অরেঞ্জ কারেক্টর ব্যবহার করতে হবে। এবার বেস মেকআপ করে নিতে হবে। বেস মেকআপের পর হাইলাইটার লাগিয়ে নিতে হবে। কিন্তু ত্বকের যেখানে র‌্যাশ ও ব্রণ রয়েছে সেখানে হাইলাইটার ব্যবহার করা যাবে না। তারপর আইশ্যাডো ও আইব্রো মেকআপ করতে হবে। শেষে লিপস্টিক ব্যবহার করার পর মেকআপ সেট করার জন্য সেটিং স্প্রে ব্যবহার কর

এটা শেয়ার করতে পারো

...

Loading...