সাহসের সঙ্গে জীবনের সব চ্যালেঞ্জ নিতে রাজি? তাহলেই আপনি ‘সিগমা’! ‘সিগমা’ মানে কী? কোন কোন গুণ থাকলে আপনি হয়ে উঠবেন ‘সিগমা গার্ল’ বা ‘সিগমা ম্যান’? একজন স্বাধীন, স্বনির্ভর বলিষ্ঠ মানুষ হয়ে ওঠার প্রথম পদক্ষেপ কী? জীবন বদলে দেওয়া পরামর্শ দিলেন ফ্যাশন ডিজাইনার এবং যোগিতা কিচলু ওয়েলফেয়ার ট্রাস্টের প্রতিষ্ঠাতা যোগিতা কিচলু (YOGITA KICHLU, FASHION DESIGNER, FOUNDER TRUSTEE, YOGITA KICHLU WELFARE TRUST )
যোগিতা কিচলু জানিয়েছেন, 'সিগমা'- এই টার্মটার ওপর আজ জনপ্রিয় হয়ে উঠলেও এটি কোনও নির্দিষ্ট সময়ের মাপকাঠিতে আটকে থাকা ধারণা নয়। সিগমা মহিলা এবং পুরুষ যে কেউ হতে পারে। এটি আসলে গুণ। একজন সিগমার অনেক গুণ থাকে । সে তার নিজের জীবনের চ্যালেঞ্জ নিজে মোকাবিলা করে। সেই মানুষটি অনেকের ভিড়ে মিশে থাকলেও নিজের পথ ও লক্ষ্য স্থির করে নেয়। স্বাধীন শব্দটা যখনই কেউ নিজের জীবনের সঙ্গে জুড়ে নেবে তখন তাকে অনেক বাধা এবং চ্যালেঞ্জের মুখে পড়তে হয়। তাই সাহস তার থাকবেই।
সাফল্য ব্যর্থতা যাই আসুক সে কখনই পিছিয়ে যাবে না। পাশে কেউ আছে কি নেই তাতে সে আটকায় না। সততা তার স্বভাব। প্রতিযোগিতা ভালোবাসকেও অন্যকে বিপদে ফেলে সে এগিয়ে যায় না। বিশ্বাসঘাতকতা করে না। নিজের চ্যালেঞ্জকে চিনে নেওয়াই সিগমা। লক্ষ্য স্থির করার ক্ষমতা সকলের মধ্যেই আছে। পরিস্থিতি লক্ষ্য পূরণের গুণ প্রকাশ করে। আত্মবিশ্বাস থাকলেই মানুষ ভয়হীন হবে। সবার মধ্যেই সিগমার কিছু কিছু গুণ থাকে। সিগমা শুধুমাত্র একটা গুণ নয়। সততা, বিশ্বাসযোগ্যতা, সাহস এই শব্দগুলো সিগমার জন্য গুরুত্বপূর্ণ। তাই অপেক্ষাকৃত ক্ষুদ্র কিন্তু বিশ্বস্ত বৃত্তেই সে স্বচ্ছন্দ। দয়া মায়া থাকা জীবনে খুব গুরুত্বপূর্ণ। তার জন্য দামী উপহারের দরকার পড়ে না। মুখে হাসি, ভদ্র ব্যবহার আর মানুষের প্রতি একটু মমত্ববোধ থাকলেই হবে। যে তোমার মুখোমুখি হচ্ছে সে যেন ভাল অনুভূতি নিয়ে তোমার থেকে ফেরে।