আপনি কেমন মানুষ বলে দেবে আপনার ফ্যাশন

কথায় আছে First Impression is last impression.  পেশার জগত হোক বা যে কোনও ক্ষেত্র সব জায়গা এই কথাটা সঙ্গে সঙ্গে যায়। কর্পোরেট থেকে মিডিয়া যে কোনও সেক্টর নিজেকে ঠিকমতো ক্যারি করতে পারাটা একটা বড় আর্ট। আত্মবিশ্বাস দরকারী। সঠিক ঠিক জায়গায় ঠিক পোশাক নির্বাচন আত্মবিশ্বাসকে আরও ধারালো করে তোলে। যেমন ধরুন আপনি যে পোশাক পরে অফিসের ডিল মিটিং-এ যাবেন সেই পোশাকে নিশ্চয়ই বিয়েবাড়ি যাবেন না! স্থান, কাল আর পাত্র-র ওপর নির্ভর করে স্টাইল আর ফ্যাশন। মানে কোথায় যাচ্ছেন, কখন যাচ্ছে আর আপনি কেমন। যিনি পোশাকটি পরছেন তাঁর দেহের গঠন, গায়ের রং আর ব্যক্তিত্ব। আপনার ফ্যাশন বলে দেবে কেমন মানুষ আপনি। ফ্যাশনে ফুটে উঠবে আপনার ব্যক্তিত্ব। কীভাবে? টিপস দিলেন জর্জ ইন্সটিটিউট অব ইমেজ ম্যানেজমেন্টের ডিরেক্টর অ্যাডোলীনা গঙ্গোপাধ্যায় (Adolina Ganguly, Director, George Institute of Image Management)   

অ্যাডোলীনা গঙ্গোপাধ্যায়-এর মতে, আমাদের বডি টাইপ আর স্কিন ৎোন কেমন সেই অনুযায়ী পোশাক পরা উচিত। দ্বিতীয় Dressing according to occasion.

কাকে কোন স্টাইলে ভাল লাগে সেটা বুঝতে হবে আগে। কোন পোশাকে মানুষ সবচেয়ে বেশি প্রশংসা করেছে, কোন সাজে নিজেকে নিজের সবচেয়ে বেশি ভাল লাগছে সেভাবেই গড়ে ওঠে নিজের পারফেক্ট স্টাইল।

কোনও অনুষ্ঠান হলে সব সময় যে নতুন পোশাক চায় তা নয়, ওয়াড্রোবের পুরনো পোশাককেও একেবারে নতুন করে তোলা যায় শুধু স্টাইল বদলে। কখনও বেল্ট, কখনও স্কার্ফ, কখনও জাঙ্ক জুয়েলারি এনে দেয় নিউ লুক।

সেলিব্রিটি স্টাইল ফলো করলেও কিন্তু নিজের বডি টাইপ আর স্কিন টোন মাথায় রাখা উচিত। দীপিকা পাড়ুকনের ড্রেস যদি বডি টাইপকের সঙ্গে ম্যাচ নাও করে তাহলে হেয়ার স্টাইল বা মেকআপ জুয়েলারি প্যাটার্ন তো ভাল লাগতেই পারে আপনাকে।     

এটা শেয়ার করতে পারো

...

Loading...