পাইলস রোগ নিরাময়ে আয়ুর্বেদ চিকিৎসা কতটা উপকারী?

আধুনিক যুগে আমাদের সঙ্গে প্রত্যহ নতুন নতুন চিকিৎসা পদ্ধতির পরিচয় হয়। কিন্তু এমন অনেক প্রাচীন পদ্ধতি রয়েছে, যা বছরের পর বছর ধরে রোগ নিরাময়ে ব্যবহার হয়ে আসছে। আয়ুর্বেদ এমনই এক চিকিৎসাপ্রণালী। আয়ুর্বেদের তেমনই এক চিকিৎসা ক্ষারকর্ম নিয়ে কথা বললেন আয়ুর্বেদ বিশেষজ্ঞ ও পাইলস স্পেশালিষ্ট ডঃ নজরুল ইসলাম...

হাইলাইটস:

১। পাইলসের ক্ষেত্রে ক্ষারকর্ম চিকিৎসা আদতে কী?

২। চিকিৎসা কীভাবে হয়?

৩। এটি কতটা যন্ত্রণাদায়ক?

পাইলসের ক্ষেত্রে ক্ষারকর্ম চিকিৎসা আদতে কী?

মহর্ষি সুশ্রুত এই চিকিৎসা করতেন। তিনি অর্শ বা কোষ্ঠকাঠিন্য রোগের চিকিৎসাকে ৪ ভাগে ভাগ করেছিলেন-

প্রথমটি, ভেষজ অর্থাৎ মেডিসিন

দ্বিতীয়ত, ক্ষারকর্ম

তৃতীয়ত, অগ্নিকর্ম

চতুর্থত, সার্জারি

প্রাচীনকালে সার্জারির সাহায্যে মূলত এই রোগের চিকিৎসা হত। বানভট্ট ক্ষারসূত্র আবিস্কার করেন। ক্ষারকর্ম চিকিৎসা অনেক পুরাতন হলেও যুগের সাথে তাল মিলিয়ে এই চিকিৎসাকে আধুনিক করা হয়েছে। কিন্তু এখন ঔষধের মাধ্যমে এই রোগের চিকিৎসা হয়। সারা ভারতবর্ষে এই চিকিৎসা খুব প্রচলিত না হলেও সম্পূর্ণ পূর্ববঙ্গে এই এই চিকিৎসার প্রচলন রয়েছে।

ক্ষারকর্ম চিকিৎসার ক্ষেত্রে আয়ুর্বেদ কতটা উপকারী? 

অ্যালোপাথিতেও বিভিন্ন আধুনিক চিকিৎসা এসে গেছে, তার মধ্যে একটি হল লেজার ট্রিটমেন্ট। কিন্তু এটি সেকেন্ডারি পাইলস অবধি চিকিৎসা করতে পারে, তাই গভীরে গিয়ে চিকিৎসার ক্ষেত্রে আয়ুর্বেদই সবচেয়ে ভালো কাজ করে। আয়ুর্বেদে দুই রকমের চিকিৎসা রয়েছে। একটি ক্ষারকর্ম ও অন্যটি ক্ষারসূত্র। এমনকি থার্মোপাইলসেও এই পদ্ধতি খুব ভালো কাজ করে।

ক্ষারকর্ম চিকিৎসা কীভাবে হয়?

এটি একটি মেডিসিন চিকিৎসা। অ্যাপাং গাছের অ্যালকোলয়েড থেকে কিছু মিনারেলস, লাইমস্টোন ইত্যাদি জিনিস নিয়ে অ্যাপাং ক্ষার প্রস্তুত করা হয়। আর সেটাকে অ্যাপ্লাই করা হয় পাইলসের উপরে।

দুই রকমভাবে এটি অ্যাপ্লাই করা যেতে পারে-

১। লোকাল অ্যানাস্থেসিয়ার মাধ্যমে

২। স্পাইনাল অ্যানাস্থেসিয়ার মাধ্যমে

এই চিকিৎসার ফলে কী এই রোগ সম্পূর্ণ নির্মূল করা সম্ভব?

এই পদ্ধতিতে প্রথমে পাইলসের উপরে অ্যালকালাইন পেস্ট লাগানো হয়। এরপর সেটি মাত্র ৩৫ সেকেন্ডের জন্য রাখা হয়। এরপর ধীরে ধীরে অন্যান্য প্রসেসের মাধ্যমে চিকিৎসা সম্পূর্ণ করা হয়। চিকিৎসা শেষের কিছুদিনের মধ্যে সেটা বের হয়ে যায় আর তার ফলে আর কখনই সেই জায়গায় পাইলস হয়না। অর্থাৎ এই চিকিৎসার মাধ্যমে পাইলস সম্পূর্ণ নির্মূল করা সম্ভব।

ক্ষারকর্ম চিকিৎসা কতটা যন্ত্রণাদায়ক?

এমন কোন সার্জারি নেই যেটি সম্পূর্ণ যন্ত্রণামুক্ত। কিন্তু অন্যান্য রোগের সার্জারির তুলনায় এই রোগে কম যন্ত্রণা হয়। লেজার ও ক্ষারকর্ম চিকিৎসায় যন্ত্রণা অপেক্ষাকৃত সমান হয়।

এই চিকিৎসা কতটা কার্যকর?

১। অন্যান্য চিকিৎসার থেকে বেশি কার্যকর

২। কম যন্ত্রণাদায়ক

৩। সহজে নিরাময়

এই চিকিৎসার কোন পার্শ্বপ্রতিক্রিয়া আছে?

সঠিক গাইডলাইন মেনে এই চিকিৎসা করা হলে কোন পার্শ্বপ্রতিক্রিয়া হয়না। সাইড এফেক্ট তখনই আসে যখন চিকিৎসায় ভুল হয়।

এটা শেয়ার করতে পারো

...

Loading...