ডায়াবেটিস কীভাবে হয়ে ওঠে সাইলেন্ট হার্ট অ্যাটাকের কারণ?

ডায়াবেটিসকে বলা হয় ‘সাইলেন্ট কিলার’। শরীরে একবার ডায়াবেটিস হানা দিলে নানাভাবে ক্ষতিগ্রস্থ করে, অনেক সময় তার লক্ষণ টের পাওয়া যায় না। ডায়াবেটিস প্রভাব ফেলে হার্টেও। হৃদরোগীর সংখ্যা বাড়ার একটা বড় কারণ হয়ে উঠেছে ডায়েবটিস বা মধুমেহ। দীর্ঘ দিন ডায়বেটিকের সমস্যায় ভুগলে হার্টের নার্ভ দুর্বল হয় যায়। যার ফলে হার্ট অ্যাটাকের ব্যথা অনুভব করা যায় না। এভাবেও হতে পারে সাইলেন্ট অ্যাটাক। তাহলে কীভাবে চেনা সম্ভব এই সমস্যাকে? জানালেন কার্ডিওলজিস্ট ডাঃ সুপ্রতীপ কুন্ডু।

কার্ডিওলজিস্ট ডাঃ সুপ্রতীপ কুন্ডুর মতে, ভারত এখন ডায়বেটিক ক্যাপিটাল। এদেশে ডায়বেটিক রোগীদের সংখ্যা বেশি, তার কারণে বেড়ে চলেছে হৃদরোগীর সংখ্যাও। গত দু'বছরে  দেখা গেছে ৪০ বছরের নিচে যাদের বয়স এমন মানুষও হৃদরোগে আক্রান্ত হয়েছে। বিশেষ করে সাইলেন্ট হার্ট অ্যাটাক হলে মানুষ আগে থেকে বুঝতে পারে না। কারণ এর কোনও লক্ষণ নেই। কিন্তু অনেক সময় মানুষ হার্টের সামান্য ব্যথাকে গ্যাসের ব্যথা ভেবে ফেলেন। এই জন্যই আরও হার্ট এ্যাটাকের ঘটনা বাড়ছে। দীর্ঘ দিন ডায়বেটিকের সমস্যা দীর্ঘ দিন ধরে থাকলে, হার্টের  নার্ভ ড্যামেজ হয়। যার ফলে হার্টের কোনও সমস্যা থাকলে সেখানে ব্যথা অনুভব করা যায় না। এই জন্যই সাইলেন্ট হার্ট অ্যাটাক হয়।

ডায়বেটিকের সমস্যা থাকলে হার্টের ধমনীতে ব্লক থাকে। হাঁটা-চলা করার সময় শ্বাস কষ্ট হয় বা খুব ঘাম হয়। এছাড়াও অনেক সময় খাওয়ার পর বুক জ্বালা হতে পারে, পেটের নিচে অস্বাভাবিক অসস্তি হতে পারে। এই ধরনের সমস্যা নিয়মিত হলে চিকিৎসের পরামর্শ নিতে হবে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ীতাহলে ইসিজি ও টিএমটি পরীক্ষা করাতে হবে। সময় নষ্ট করলে সমস্যা জটিল হয়ে পড়ে।

এটা শেয়ার করতে পারো

...

Loading...