চশমাকে সারাক্ষণের সঙ্গী করেও নিখুঁত মেকআপে নজর কাড়বেন কীভাবে?

চশমাকে সারাক্ষণের সঙ্গী করেও নিখুঁত মেকআপে নজর কাড়বেন কীভাবে? আই মেকআপের ক্ষেত্রে কোন কোন দিকে খেয়াল রাখবেন? মুখ অনুযায়ী চশমা বেছে নেবেন কীভাবে? টিপস দিলেন মেকআপ আর্টিস্ট রুদ্রজিৎ দাস (Rudraajeet Das, Makeup Artist)

চশমা পরলেই লুক মাটি! এমন ধারণা অনেকেরই আছে। কিন্তু চশমা মানেই সাজ মাটি নয়- বলছেন মেক আপ আর্টিস্ট রুদ্রজিৎ দাস। কারণ এই ভাবনা অনেকটাই মিথ। আজ চশমাও সাজের অঙ্গ। চশমা ম্যাচিওর কুল লুক এনে দেয়। চশমা কোনও মতেই ফ্যাশন ডিজাস্টার হতে পারে না। প্রতিদিন চশমা পরতে হয় যাদের, তারা ফ্যাশন বা স্টাইলের জন্যও কোনওভাবে চশমা বাদ দিতে পারবে না।

চশমা পরেও সুন্দর দেখা যায়। তবে বদলে নিতে হবে আই মেক আপের ধরন। মেটাল ফ্রেমের চশমা নিয়মিত পরতে পরতে একটা কালো দাগ হয়ে যায় নাকের ওপর। তাই মেকআপ করার পরও জায়গাটা থেকে মেকআপ সরতে থাকে। তাই কিছু নির্দিষ্ট নিয়ম মেনে চলতে হবে। গরমে এই সমস্যা বাড়ে। মেকআপের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় স্কিন প্রিপারেশন। ক্লেনজিং, টোনিং, ময়েশচারাইজিং নিয়ম করে করতে হবে।

ফ্লো-লেস মেকআপ পেতে হলে নিয়ম করে পরিচর্যা দরকার।। সিটিএম করে সিলিকন বা ম্যাটিফাইন প্রাইমার ব্যবহার করতে হবে। যাতে ঘামে মেকআপ গলে না যায়। তারপর খুব পাতলা লেয়ারের ফাউন্ডেশন দিতে হবে। চোখের তলায় কনসিলার একটু ভাল করে দিতে হবে। কারণ চশমা পরার সময় চোখটাকে ব্রাইট দেখাতে দরকার।  লাইট ওয়েট ট্রান্সলুশন পাউডার দিয়ে আন্ডার আই মেকআপ করতে হবে। কোনওটাই ফুল কভারেজ হবে না। ভাল ফিক্সিং স্প্রে দিয়ে মেকআপ সেট করতে হবে। চশমার প্যাড যদি হলুদ হয়ে যায় তাহলে সেটি বদলাতে হবে। চশমা ব্যবহার করলে আই মেক আপ সবচেয়ে গুরুত্বপূর্ণ। ডে মেকআপ হলে লাইট আই শ্যাডো, সরু করে কাজল, হালকা স্মাজড আই লাইনার খুব ভাল। আই ল্যাশ লাগানো যেহেতু যায় না তাই মাস্কারা মাস্ট। এক্সট্রা ভলিউম মাস্কারা ব্যবহার করতে হবে। খেয়াল রাখুন আই ব্রো'র ওপর।  

এটা শেয়ার করতে পারো

...

Loading...