বিয়েবাড়ি আছে, পার্টি আছে, উৎসব অনুষ্ঠান লেগেই আছে বছরভর। কিন্তু সব সময় কী পার্লার যাওয়া যায়! তাই বাড়িতেই সেলফ-ট্রিটমেন্ট। দরকার মেকআপ কিট আর কিছু জরুরি মেকআপ টুলস। যার মাধ্যমে খুব সহজেই মেকআপ যায়। কিন্তু এই মেকআপের সরঞ্জাম বা টুলস ব্যবহার করার বিভিন্ন পদ্ধতি রয়েছে। যা না জানা থাকলে এই কাজ করা সহজ হবে না। সুতরাং মেকআপ ব্যবহার করবেন কীভাবে? সব ধরনের মেকআপ টুলস ব্যবহার করবেন কীভাবে?
মেকআপ ব্যবহার ও মেকআপ টুলস ব্যবহার করার উপায় জানিয়েছেন মেকআপ আর্টিস্ট গুলশন বানু। মেকআপ আর্টিস্ট গুলশান বানু বলেছেন, বিয়ে বাড়ি কিংবা কোনও অনুষ্ঠানে যেতে হলে অনেক সময় ফাউন্ডেশন ব্যবহার করেন অনেকে। এই ফাউন্ডেশন মুখে ব্যবহার করতে হবে ব্লেন্ডারের মাধ্যমে। কিন্তু তার আগে ব্লেন্ডারটাকে জলে ভিজিয়ে নিতে হবে। এবার সেই জলটা ব্লেন্ডার থেকে বার করে দেওয়ার পর মুখের ত্বকের উপর ব্লেন্ডার দিয়ে ড্যাপ-ড্যাপ করে লাগিয়ে নিতে হবে।গলাতেও এই ফাউন্ডেশন ব্যবহার করতে হবে।
ফাউন্ডেশন ব্লেন্ডিং ব্রাশ দিয়ে ফাউন্ডেশন ব্যবহার করতে হলে মুখের ত্বকের উপর ড্রাগ-ড্রাগ করে ফাউন্ডেশন লাগাতে হবে। তবে মুখে সঙ্গে স্কিন টোন ম্যাচ করার জন্য অবশ্য কানের কিছু অংশেও ফাউন্ডেশন ব্যবহার করে নিতে হবে। এবার কম্প্যাক্ট পাউডার লাগিয়ে নিতে হবে ফাউন্ডেশন ব্যবহার করা অংশগুলিতে। এবার আই ব্রো মেকআপের জন্য ব্যবহার করতে হবে অ্যাঙ্গুলার ব্রাশ। ডার্ক কালার দিয়ে এই মেকআপ করতে হবে।
কনটোর ব্রাশ ব্যবহার করে এবার কনটোর করে নিতে হবে গাল ও নাকের দুই সাইডে। এছাড়াও কপালে কিছু অংশে কনটোর করে নিতে হবে। ব্লাশ ব্লেন্ডিং ব্রাশের সাহায্যে দুই গালে ব্লাশ লাগিয়ে নিতে হবে। এবার হাইলাইটার ব্যবহার করতে হবে চোখের ক্রিজ লাইনে। কাজল ব্লেন্ডারের মাধ্যমে চোখের পাতার বর্ডার লাইন করে নিতে হবে। সবার শেষে লিপস্টিক ব্যবহার করতে হবে।