শীত হোক অথবা গ্ৰীষ্ম, এমন অনেকেই আছেন যাঁরা প্রায় সব মরসুমেই ব্লেজার পরতে ভালোবাসেন। অফিসের ফরম্যাল থেকে, পার্টির ককটেল লুক- অনুষ্ঠানেই ব্লেজার ব্যবহার করা যায়। কিন্তু গ্ৰীষ্মে তাপমাত্রা বেশি থাকায় ব্লেজার ব্যবহার করতে কিছুটা সমস্যা হয়। তাই শীতের ব্লেজার পরা যায় গ্রীষ্মে। তবে গ্রীষ্মের জন্য বিশেষ কিছু ধরনের কাপড়ের ব্লেজার ব্যবহার করা যেতে পারে। গ্ৰীষ্মে কী ধরনের কাপড়ের তৈরি ব্লেজার ব্যবহার করা যাবে? কীভাবে ব্লেজারে আসবে নতুন লুক?
এই বিষয়ে বিশদে জানিয়েছেন ফ্যাশন ডিজাইনার সুমন পাল।
ফ্যাশন ডিজাইনার সুমন পাল বলেছেন, “শীতকালে আমরা যে ধরনের ব্লেজার ব্যবহার করি, গরমকালে সেই একই ধরনের ব্লেজার আমরা ব্যবহার করি না। এই সময় আমরা জিন্স, লিলেন অথবা সিল্কের কাপড় এই ধরনের কাপড় দিয়ে তৈরি কিছু ব্লেজার দেখাতে চলেছি আমি।
প্রথমে একটি ক্যানভাস কাপড় দিয়ে তৈরি ব্লেজার দেখানো হয়েছে।
ক্যানভাস কাপড়ের ব্লেজারটি গরমকালে পরা যেতে পারে। তবে এই ব্লেজারের সঙ্গে নাকে একটা নাকচাবি ও কানে দুল পরালে তা ভাল মানাবে। পরের ব্লেজারটি তৈরি করা হয়েছে লিলেন কাপড় ব্যবহার করে। যোধপুরী চোস্তা ও টাই পরানো হয়েছে। এই ধরনের লুক কোনও পার্টি বা অনুষ্ঠানে যাওয়ার আগে করা যেতে পারে।
পরের ব্লেজারটি তৈরি করা হয়েছে সিল্কের কাপড় দিয়ে। ব্লেজারটির উপর সাদা রঙের মোগা সুতো দিয়ে কাজ করা হয়েছে। এছাড়াও এই ব্লেজারে ট্র্যাডিশনাল লুক আনতে ধুতির ব্যবহার করা যেতে পারে। তবে সাদা গয়নাও পরতে পারেন সিল্কের এই ব্লেজারটির সঙ্গে। এই লুক পার্টিতে যাওয়ার আগে করা যেতে পারে।"