রঙের উৎসবে মেকআপ হোক ওয়াটারপ্রুফ

রঙের উৎসব হল হোলি। ফাগ-আবির-রঙে দিনভর হুল্লোড়। যেমন রঙিন দিন তেমন রঙিন সাজ। দোল হোক বা হোলি পার্টি পিকনিক আড্ডা থাকবেই। সঙ্গে মাস্ট ফটোসেশন। রঙের বাহারে মধ্যমনি হতে কেনা চায়! কিন্তু ভয় একটাই রঙের ধাক্কায় না মেকআপ উঠে। কাজল গলে একশা হয়ে যায়। তাহলে কি উপায় নো-মেপআপ?

একেবারে না। মেকআপ হোক। যতই লাগুক জল তবু মেক আপ গলবে না। ভাবছেন কেমন করে সম্ভব?

আছে তো উপায়। ওয়াটারপ্রুভে। মেকআপ উঠে যাওয়ার ভয় থাকবে না। কিন্তু অনেকেই এই মেকআপ ব্যবহার করতে পারেন না। সুতরাং ওয়াটারপ্রুফ মেকআপ ব্যবহার করার পদ্ধতি কী? রঙ খেলার আগে কীভাবে মেকআপ করা উচিত?

ওয়াটারপ্রুফ মেকআপের পদ্ধতি জানিয়েছেন মেকআপ আর্টিস্ট অর্জুন দাস

মেকআপ আর্টিস্ট অর্জুন দাস বলেছেন, মেকআপ করার আগে সব সময় ফেস ক্লিন করে নিতে হবে। তারপর প্রাইমার লাগিয়ে নিতে হবে। তারপর ফাউন্ডেশন। গাল ও নাকের দুই সাইডে কনটোর করতে হবে ব্রাশ ও কালারের মাধ্যমে। ফেসে এবার পাউডার বেস মেকআপ ও জল ব্যবহার করতে হবে। কিছুক্ষণ পর একটি টিসু ব্যবহার করে জল মুছে ফেলতে হবে। তারপর আবার ফেস পাউডার ব্যবহার করতে হবে মুখের ত্বকে।

এবার আইব্রো মেকআপ। আই শ্যাডোর জন্য লাইট কালার ব্যবহার করা উচিত। চোখের বর্ডার করার জন্য কালো আই লাইনার ব্যবহার করতে হবে। তারপর মাস্কার ব্যবহার করতে হবে। শেষে দুই গালে ব্লাশ ও ঠোঁটে পিঙ্ক লিপস্টিক লাগিয়ে নিতে হবে।

এটা শেয়ার করতে পারো

...

Loading...