নিত্য নতুন বদলে যাচ্ছে মেকআপ ট্রেন্ড। চলছে নতুন নতুন এক্সপেরিমেন্ট। এখন ট্রেন্ডে ইন থিং রোজগোল্ড মেকআপ। কীভাবে রোজ গোল্ড মেকআপের লুক আনবেন? রোজ গোল্ড মেকআপ করতে কীসের প্রয়োজন?
রোজ গোল্ড মেকআপ লুক করার উপায় জানিয়েছেন মেকআপ আর্টিস্ট রিঙ্কু ভকত।
মেকআপ আর্টিস্ট রিঙ্কু ভকত বলেছেন, যে কোনও মেকআপ করার জন্য আগেই ত্বকের ক্লিনজিং, টোনিং ও ময়েশ্চারাইজিং করে নিতে হবে। তারপর প্রাইমার ব্যবহার করতে হবে। ত্বকের ওপেন পোর্সে ভালো ভাবে প্রাইমার লাগাতে হবে। এবার কনসিলার ব্যবহার করে মুখের ডার্ক সার্কেল ঢেকে দিতে হবে। স্কিন টোন অনুযায়ী ফাউন্ডেশন স্কিন লাগিয়ে নিতে হবে। মুখ ছাড়াও গলা ও কানের কিছু অংশেও এই ফাউন্ডেশন ব্যবহার করতে হবে। ঠোঁটে লিপস্টিকের স্থায়ীত্ব বাড়ানোর জন্য ঠোঁটেও ফাউন্ডেশন লাগিয়ে নেওয়া যেতে পারেন। তবে ড্যাপিং পদ্ধতির মাধ্যমে ফাউন্ডেশন ব্যবহার করতে হবে।
এবার আই মেকআপের জন্যে চোখের উপরের অংশে কনসিলার দিয়ে প্রথমে বেস মেকআপ করে নিতে হবে। তার উপর ফাউন্ডেশন ব্যবহার করতে হবে। এবার লাইট কালার ব্যবহার করতে হবে চোখের উপরের পাতায়। তারপর পিঙ্ক কালারের সেড করে নিতে হবে। আই মেকআপের উপর সিমার ব্যবহার করতে হবে। সিমার সব সময় হাত দিয়ে লাগানো উচিত। আই ব্রো কালো কালার ব্যবহার করে শেপ করে নিতে হবে। তারপর চোখের কোণে হাইলাইটার ব্যবহার করতে হবে। এবার লাইনার লাগিয়ে নিতে হবে চোখের বডার লাইনে। মাসকারা ব্যবহার করতে হবে।
তবে দুই গালে পিঙ্ক কালারের হাইলাইটার ব্যবহার করে হাইলাইটাই করে নিতে হবে। শেষে পিঙ্ক কালারের লিপস্টিক ব্যবহার করলেই মেকআপ রেডি।