মেকআপের মাধ্যমে কীভাবে ঢাকবেন মুখের অবাঞ্ছিত দাগ?

মেকআপ আর্টিস্ট সামরিন শহীদ বলেছেন, মুখের দাগ একটা বড় সমস্যা। কিন্তু মেকআপের মাধ্যমে এই দাগ ঢেকে ফেলা যায়। তার জন্য মেকআপের আগে ত্বককে ভালো করে প্রাইম করে নিতে হবে। তারপর কালার কারেকশন করতে হবে। ত্বকের যেখানে কালো দাগ বা ছোপ রয়েছে সেখানে অরেঞ্জ ক্যারেক্টর ব্যবহার করতে হবে। যদি মুখে ব্রণ থাকে তাহলে গ্ৰিন ক্যারেক্টরের ব্যবহার করা যেতে পারে। কারেকশনের পর কনসিলার দিয়ে কভার করতে হবে। যারা কম মেকআপ করতে চান তারা ফাউন্ডেশন ব্যবহার নাও করতে পারেন। ত্বকের কালার অনুযায়ী বেছে নিতে হবে মেকআপের শেডের কালার।

 

আগে ত্বককে প্রাইম করে রাখতে হবে। এবার চোখের ডার্ক সার্কেল ঢাকার জন্য কালার কারেকশন করতে হবে। কালার কারেকশনের পর কনসিলার ব্যবহার করতে হবে। কনসিলারের মাধ্যমে মুখের যে অংশে ছোপ রয়েছে তা ঢেকে ফেলতে হবে। তারপর সেটিং পাউডার লাগিয়ে মেকআপ সেট করে নিতে হবে। শুধুমাত্র কালার কারেকশন ও কনসিলিংয়ের মাধ্যমে মুখের ছোপ বা কালো দাগ ঢেকে ফেলা যায়। খুব চটজলদি মাত্র কয়েক মিনিটের মধ্যেই এই ধরনের মেকআপ করে নেওয়া যায়।

এটা শেয়ার করতে পারো

...

Loading...