জীবনে সব ক্ষেত্রেই সেল্ফ ম্যানেজমেন্ট জরুরি। কাজের উন্নতি হোক বা নিজের স্বপ্ন পূরণ এই দুটি ক্ষেত্রেই সেল্ফ ম্যানেজমেন্ট করার প্রয়োজন রয়েছে। তাই সেল্ফ ম্যানেজমেন্টের টিপস দিলেন অভিনেতা আকাশ ঘোষ।

অভিনেতা ও গ্ৰুমিং এক্সপার্ট আকাশ ঘোষ বলেছেন, প্রত্যেকটা মানুষের নিজস্বতা রয়েছে। কে কোন বিষয় কমফোর্টেবল সেটা তাকে নিজের থেকেই বুঝে নিতে হবে। সবার কাজের ধরন আলাদা আর কর্মস্থলে পৌঁছানোর সময়েও অনেক আলাদা। যেমন- যারা অভিনয় করেন তাদের যে কল টাইম দেওয়া হয় সেই টাইম অনুযায়ী শুটিং লোকেশনে পৌঁছতে হয়। কিন্তু যারা অফিসে চাকরি করেন তাদের একটা নির্দিষ্ট টাইমেই প্রতিদিন অফিস পৌঁছতে হয়। যারা মিডিয়া সেক্টরে কাজ করেন তাদের ক্ষেত্রে নিজের কমিউনিকেশন স্কিল ডেভেলপ করা খুব জরুরি। কারণ কথা বলার উপরেই দর্শকরা রেসপন্স করবে। আমরা যতটা সহজ করে দর্শকদের কাছে বার্তা পৌঁছে দিতে পারবো ততটা সহজ করে দর্শকরা বুঝতে পারবে।
এখনকার দিনে টাইম ম্যানেজমেন্ট করতে পারেন না অনেকেই। যার ফলে কোনও কাজই সময় মতো করা হয়ে ওঠে না। কিন্তু যে কাজটা তোমার করার ইচ্ছা সেটা করার জন্য যদি জেদ চেপে যায় তাহলে টাইম ঠিক ম্যানেজ করা যাবে। তার জন্যে আগে নিজেকে বোঝাতে হবে যে তুমি এটা করতে পারবে।

এটা শেয়ার করতে পারো

...

Loading...