গরম আর শীতের মেকআপ সরঞ্জামের মধ্যে কী কী তফাৎ আছে? শীতকালে মেকআপ করার আগে কীভাবে স্কিন প্রিপারেশন করবেন? শুষ্ক ত্বকেও নিখুঁত মেকআপ কীভাবে করবেন টিপস দিলেন প্রফেশনাল মেকআপ আর্টিস্ট সুস্মিতা মিত্র।(Susmita Mitra, Professional Makeup artist)
শীতকাল এবং গরমকালে যেই মেকআপ প্রোডাক্টসগুলো ব্যবহার করি সেগুলোর মধ্যে পার্থক্য কি? এই বিষয়ে সুস্মিতা মিত্র জানিয়েছেন যে পার্থক্য এটাই যেই শীতকালে ময়েশ্চারাইজারটা বেশি লাগে। কারণ শীতকালে আমাদের ত্বক খুব শুষ্ক হয়ে যায়, তাই মেকআপের কিছুক্ষন আগে ময়েশ্চারাইজার আর টোনিং-টা ভালোভাবে করে নিতে হবে।
মেকআপের সময় ফাউন্ডেশনের সঙ্গে ফেসিয়াল অয়েল যদি ব্যবহার করা হয়ে তাহলে আরও বেশি স্কিনটা গ্লো করবে।
বাইরের প্রোডাক্টসের থেকে যদি ঘরের তৈরী করা প্রোডাক্টস ব্যবহার করা হয় তাহলে সেটায় স্কিনটা আরও ভালো থাকবে। ৪ চামচ অ্যালোভেরা জেল তার সাথে একটু নারকেল তেল আর ভিটামিন-ই ক্যাপসুলস মিশিয়ে ব্যবহার করলে স্কিনটা খুব ভালো থাকবে।
শীতের সময় মেকআপ লুকটায় ড্রাই বা ‘কেকি’ লুক না দেয় তার জন্য মাথায় রাখতে হবে যে স্কিনে অয়েলটা যেনো বেশি থাকে আর ময়েশ্চারাইজার ব্যবহার করতে হবে। যাদের ড্রাই স্কিন তাদের লুজ পাউডারকম ব্যবহার করে কম্প্যাক্টটা ব্যবহার করলে ভালো হবে।
মেকআপে সময় ড্রাই লুক বা কেকি লুককে কিভাবে দূরে রাখারাপ জন্য প্রথমেই মেকআপের আগে ময়েশ্চারাইজার ব্যবহার করে নিতে হবে। তারপর সিলিকোন বেসিস, মানে জেল বেসিসের প্রাইমার ব্যবহার করতে হবে। কারণ শীতকালে ক্রিম বেসিস প্রাইমার চলবে না। এরপর ভালো করে টোনিং স্প্রে করে ফাউন্ডেশনের সঙ্গে অয়েল মিশিয়ে লাগিয়ে নিতে হবে। অয়েলের জায়গায় যেকোনও ময়েশ্চারাইজার ব্যাবহার করা যেতে পারে।
গরমকালে যেরকম হালকা মেকআপ চায় সবাই সেরকম শীতকালে গর্যাস মেকআপ চায় সবাই।
শীতকালে জল বেশি খেতে হবে। ট্যান দূর করতে হলে বেশনের সাথে একটু মধু মিশিয়ে প্যাক হিসেবে ব্যবহার করা যেতে পারে। অনেকের চোখের তলায় স্পট পরে, সেটা দূর করতে ঘুমানোর সময় গোল করে শশা কেটে চোখে দিলে ভালো হবে। কমলা লেবুর খোসাকে মিক্সিতে বেটে, তাতে মধু মিশিয়ে প্যাক হিসেবে ব্যবহার করলে কালো স্পট দূর হবে এবং গ্লো স্কিন পাওয়া যাবে।
শীতের সময় ত্বক হাইড্রেট রাখার জন্য অবশ্যই নাইট ক্রিম ব্যবহার করা উচিৎ। নাইট ক্রিমের বদলে অ্যালোভেরা জেল ব্যবহার করা যেতে পারে।
এখন চুল উঠে যাওয়া একটা বিরাট সমস্যা। তাই শ্যাম্পু দেওয়ার আগে তেলের সঙ্গে একটু ক্যাস্টর অয়েল মিশিয়ে স্কেলপে দিলে চুল পড়া অনেক কমবে।
শীতকালে ময়েশ্চারাইজার ব্যবহার করলে মেকআপ থাকে না। তার জন্য ময়েশ্চারাইজারটা ৫-৭ মিনিট আগে দিলে মেকআপটা স্থায়ী থাকবে।