জানুন আই-লাইনার ব্যবহারের সহজ ট্রিকস

আই মেকআপের ক্ষেত্রে লাইনারের ব্যবহার খুবই জরুরি।  অনেকেরই আই-লাইনার ব্যবহারের সময় হাত নড়ে লাইন বেঁকে যাওয়ার সমস্যা হয়। রেখা আঁকবার সময় আত্মবিশ্বাস থাকে না। বিশেষ করে লিকুইড আই লাইনার ব্যবহার করা বেশি কঠিন। পেনসিল আই লাইনারের ব্যবহার তুলনামূলকভাবে সহজ। সঠিকভাবে লাইনার ব্যবহার করার টিপস দিলেন মেকআপ আর্টিস্ট চাঁদনী খাতুন।

মেকআপ আর্টিস্ট চাঁদনী খাতুন বলেছেন, যারা সবে মাত্র মেকআপ করা শিখেছেন তাদের কাছে লাইনার ব্যবহার করা একটু মনে হতে পারে। কিন্তু তারা সুবিধার জন্য পেন লাইনার ব্যবহার করতে পারবেন। তবে লিকুইড লাইনার ব্যবহার করার সময় কোনও কার্ডের মাধ্যমে চোখের লাইনগুলো সমান করে নেওয়া যেতে। এই পদ্ধতিতে লাইন পরলে চোখের উইংটা সঠিক ভাবে করা যায়‌। কিন্তু যদি উইংটা লাইন ঠিক না হলে তা মেকআপ বা ফাউন্ডেশনের ব্যবহারে মুছে ফেলা যায়। এছাড়াও চোখের ন্যাচরাল লাইন বরাবর মেকআপ করা উচিত।

প্রথমে চোখের নীচে লাইন অনুযায়ী লাইনার ব্যবহার করতে হবে। চোখের উপর লাইনার ব্যবহার করার আগে লাইনারের মাধ্যমে তিনটে ডট এঁকে নিতে হবে। তারপর সেই ডট তিনটে একসঙ্গে মিলিয়ে একটা লাইন করে নিতে হবে। লাইন আঁকার সময়ে ভুল হলে কনসিলার বা ফাউন্ডেশনের মাধ্যমে তা মুছে ফেলা যায়।

এটা শেয়ার করতে পারো

...

Loading...