Holistic Therapy: Energy Healing ও Hypnotherapy কীভাবে স্ট্রেস, ট্রমা, অ্যাংজাইটি কাটাতে সাহায্য করে?

Energy Healing কী? Energy Healing কীভাবে স্ট্রেস, ট্রমা, অ্যাংজাইটি কাটাতে সাহায্য করে? Hypnotherapy কী ভাবে করা হয়? এই থেরাপির মাধ্যমে পুরনো ট্রমা থেকে কি বেরিয়ে আসা যায়? পরামর্শ দিলেন হলিস্টিক হিলিং থেরাপিস্ট জুনেলী দাস (Juneli Das, Holistic Healing Therapist)

 

হাইলাইটসঃ
১। Energy Healing কাকে বলে?
২। Energy Healing -এর ধাপগুলি কী কী?
৩। হিপনোথেরাপি কী?

 

Energy Healing কাকে বলে?

Energy Healing শারীরিক ও মানসিক সমস্যার উপশম ঘটাতে সাহায্য করে।

Energy Healing কি স্ট্রেস, ট্রমা, অ্যাংজাইটি কাটাতে সাহায্য করে?

Energy Healing –এর মাধ্যমে স্ট্রেস ও অ্যাংজাইটির সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব। আমাদের শরীরে সাতটি এনার্জি সেন্টার থাকে। এই সাতটি এনার্জি সেন্টার আমাদের স্ট্রেস, ট্রমা, অ্যাংজাইটি, ডিপ্রেশন এই বিষয়গুলিকে শুষে নেয়। Healing -এর কাজ হল, এনার্জি সেন্টার থেকে ট্রমা, অ্যাংজাইটি ও ডিপ্রেশনকে দূর করা।

Energy Healing -এর ধাপগুলি কী কী?

Energy Healing -এর জন্য শারীরিক সংস্পর্শের কোন প্রয়োজন হয় না। ইউনিভার্সাল এনার্জির মাধ্যমে এই প্রক্রিয়া সম্পন্ন করা হয়। এই প্রক্রিয়াতে ব্যক্তিকে সামনে রাখারও প্রয়োজন হয় না। ব্যক্তির ছবি এবং তাদের নামই এই প্রক্রিয়া সম্পন্ন করার জন্য যথেষ্ট।

হিপনোথেরাপি কী?

গভীর ঘুমের মধ্যে অচৈতন্য সত্তার থেরাপি হলো হিপনোথেরাপি। গ্রিক শব্দ 'হিপনোস' থেকে হিপনোথেরাপি নামকরণ হয়েছে। আধাঘুমে অবচেতন মনের উপর এই থেরাপি করা হয়।

Energy Healing –এ অপর ব্যক্তিকে জানানোর প্রয়োজন হয় না। কিন্তু হিপনোথেরাপিতে অপর মানুষ নিজের রোগ বা ব্যাধি সম্পর্কে সম্পূর্ণ তথ্য জানবে ও তারপর এই থেরাপি নেবে।

Past life regression কী?

এমন অনেকেই হিপনোথেরাপির সাহায্য নেন, বর্তমান সময়ের সাথে যাদের সমস্যার কোন মিল নেই। তাদেরকে Past life regression -এর মাধ্যমে থেরাপি করা হয়।

হিপনোথেরাপির কি কোনো পার্শ্বপ্রতিক্রিয়া রয়েছে?

না। হিপনোথেরাপির কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই।

এটা শেয়ার করতে পারো

...

Loading...