Holi Special Look: হোলি পার্টির আইডিয়াল লুক কেমন হওয়া উচিত?

হোলি পার্টির আইডিয়াল লুক কেমন হওয়া উচিত? কীভাবে স্কিন প্রিপারেশন করবেন? হোলির সময় মেকআপ দীর্ঘস্থায়ী করতে কী করবেন? হোলি স্পেশাল মেকআপ টিপস দিলেন প্রফেশনাল মেকআপ আর্টিস্ট স্নেহা ভৌমিক (Sneha Bhowmick, Professional Makeup Artist)

 

হাইলাইটসঃ
১। হোলি পার্টির আইডিয়াল লুক কেমন হওয়া উচিত?
২। কীভাবে স্কিন প্রিপারেশন করবেন?
৩। হোলির সময় মেকআপ দীর্ঘস্থায়ী করতে কী করবেন?

 

হোলি পার্টির আগে কীভাবে স্কিন প্রিপারেশন করবেন?

হোলি রঙের উৎসব। এই বিশেষ দিনে রঙ খেলায় মেতে ওঠেন অনেকেই। কিন্তু এই আনন্দের মাঝে নিজের ত্বকের কথা ভুলে গেলে চলবেনা। অনেকেই রঙ খেলতে যাওয়ার কিছুক্ষণ আগে স্কিন প্রিপারেশন করেন। কিন্তু এটি সঠিক পদ্ধতি নয়। হোলি শুরু হওয়ার কিছুদিন আগে থেকেই ত্বকের যত্ন নেওয়া জরুরী।

হোলির জন্য গুরুত্বপূর্ণ স্কিনকেয়ার টিপসঃ

১। শুষ্ক ত্বকে রঙ খেলতে যাবেন না
২। ত্বক তৈলাক্ত হওয়া জরুরী, এর ফলে ত্বকে রঙ বসবেনা
৩। হোলির আগের দিন রাতে চুলে ভালো করে তেল মেখে নিন
৪। রঙ খেলার আগে চুল ভালো করে বেঁধে নেবেন
৫। রঙ খেলতে যাওয়ার আগে মুখে ভালো করে তেল মেখে নেবেন, এরপর সান্সক্রিম মেখে নেবেন

হোলি পার্টির আইডিয়াল লুক কেমন হওয়া উচিত?

বর্তমানে ট্রেন্ডিং হোলির রঙ সাদা। সে কারণে সাদা রঙের পোশাক পরতে পারেন। এর সঙ্গে রঙিন আইলাইনার ও মাস্কারা ব্যবহার করতে পারেন। এর পাশাপাশি নানা রঙের আইশ্যাডো আপনার মুখকে আরও রঙিন করে তুলবে। কিন্তু রঙ খেলার সময় রঙিন লেন্স ব্যবহার করবেন না। চোখে রঙ ঢুকে গেলে সেটি চোখের পক্ষে ক্ষতিকর।

কিন্তু লিপগ্লস লাগাতে ভুলবেন না। এটি আপনার লুককে আরও হাইলাইট করে তুলবে।

হোলির সময় মেকআপ দীর্ঘস্থায়ী করতে কী করবেন?

১। ত্বক ভালো করে ক্লিন করে নিন
২। টোনার ব্যবহার করুন
৩। ত্বক অনুযায়ী মশ্চারাইজার ব্যবহার করুন
৪। ত্বকে ভালো করে তেল মেখে নিন
৫। সানস্কিন ব্যবহার করতে ভুলবেন না
৬। মেকআপ করলে, মেকআপ সেটিং স্প্রে ব্যবহার করুন

রঙ খেলার পর মেকআপ তুলবেন কীভাবে?

১। ত্বক ভালো করে ক্লিন করে নিন
২। এরপর বাড়তি রঙ হালকা গরম নারকেল তেল দিয়ে তোলার চেষ্টা করুন/ মেকআপ রিমুভারও ব্যবহার করতে পারেন
৩। ফেস স্ক্রাব ব্যবহার করবেন না

স্পেশাল টিপসঃ

১। সুতির পোশাক পরুন
২। বডিকেয়ার নেওয়া জরুরী
৩। অবশ্যই নেলপলিশ পরুন

এটা শেয়ার করতে পারো

...

Loading...