পুরনো পোশাকে নতুন স্টাইল- রি সাইকেল ফ্যাশনে কীভাবে হয়ে উঠবেন হোলির ডিভা? রঙের উৎসবের লেটেস্ট ফ্যাশন ট্রেন্ড কী? দোলের সাজে কোন কোন দিকে খেয়াল রাখবেন? হোলি স্পেশাল ফ্যাশন টিপস দিলেন লেখিকা, গ্রুমার, ফ্যাশানিয়েস্তা বসুধা বসু।
হাইলাইটসঃ
১। নতুন স্টাইল- রি সাইকেল ফ্যাশনে কীভাবে হয়ে উঠবেন হোলির ডিভা?
২। হোলি স্পেশাল লুক ক্রিয়েট করবেন কীভাবে?
৩। হোলি স্পেশাল টিপস
পুরনো পোশাকে নতুন স্টাইল- রি সাইকেল ফ্যাশনে কীভাবে হয়ে উঠবেন হোলির ডিভা?
হোলি বা দোল হল রঙের উৎসব। এই উৎসবের মরশুমে পুরনো জামা পরে রঙ খেলতে ভালোবাসেন অনেকেই। তবে সেই পুরনো জামাকে যদি নতুনভাবে পরা যায়, তবে সেই পোশাকের মধ্যে থেকে যায় এক নতুনত্বের ছোঁয়া।
টিপসঃ
১। পুরোনো সাদা শাড়ি থাকলে সেই শাড়িতে নানা রঙের ফেব্রিক দিয়ে রঙ করা যায়।
২। ফেড হয়ে যাওয়া জিন্সের উপরে নানা বিডস দিয়ে স্টিচ করে দিলে সেটি একদম নতুনের মতো লাগবে।
হোলি স্পেশাল লুক ক্রিয়েট করবেন কীভাবে?
১। জিন্সের ডেনিমের সঙ্গে ধুতি স্টাইল শাড়ি
২। শাড়িটিকে স্কার্টের মতো পরে নিয়ে টপ হিসেবে জ্যাকেট পরে নেওয়া
৩। শাড়ির ব্লাউজটিকে টপ হিসেবে ব্যবহার করতে পারেন।
হোলি স্পেশাল টিপসঃ
১। সাদা শাড়ির সঙ্গে ডেনিম জ্যাকেট
২। মাথায় ফুল পরতে পারেন
৩। কাজল ও হালকা লিপস্টিক
৪। মেকআপ ও পোশাকের মধ্যে রঙের ছোঁয়া থাকা উচিত