মায়ের আরাধনায় পুজোর আনন্দে সমান ভাবে মেতে ওঠে প্রবাসী বাঙালিরাও। এবার সুদূর হল্যান্ড থেকে ‘হইচই’ দুর্গা পুজো কমিটি তাঁদের নাম নথিভুক্ত করিয়েছে জিয়ো বাংলা শারদ সম্মান ২০১৯-এ। আমরা তাদের গর্বিত ডিজিটাল পার্টনার। ভিনদেশে মাতৃবন্দনার প্রত্যেকটি মুহুর্ত উপভোগ করতে হলে অবশ্যই চোখ রাখুন জিয়ো বাংলায়।