হিপ রিপ্লেসমেন্ট কেন করতে হয়?

হাটু ও হিপ রিপ্লেসমেন্ট নিয়ে নানা আশঙ্কা রয়েছে মানুষের মনে। কিন্তু আধুনিক চিকিৎসা ব্যবস্থায় খুব সহজেই এই ধরনের অস্ত্রোপচার করা সম্ভব। তবে তার জন্য অস্ত্রোপচারের পরে ও আগে কিছু নিয়ম মেনে চলতে হয়। তাই হিপ রিপ্লেসমেন্ট সম্পর্কে জানালেন অর্থোপেডিক ডাঃ অনিন্দ্যাংশু বসু।

অর্থোপেডিক ডাঃ অনিন্দ্যাংশু বসু বলেছেন, রিপ্লেসমেন্ট কথাটা শুনলেই প্রথমে মাথায় আসে কিছু প্রতিস্থাপন করার কথা। কিন্তু হিপ রিপ্লেসমেন্ট বাধ্য না হলে করা উচিত নয়। যখন আমাদের সাধারণ জীবনযাপনের সময় সমস্যা দেখা দিতে থাকে তখনই হিপ রিপ্লেসমেন্ট করতে হবে। করোনার সময় বা অন্য কোনও অসুখের আমাদের  স্টেরয়েড জাতীয় ওষুধ ব্যবহার করতে হয়ে। এই ধরনের ওষুধ ব্যবহারের ফলে হাড়ের জয়েন্টের গোলাকার অংশটি শুকিয়ে যায়। আর সেই কারণেই হিপ রিপ্লেসমেন্ট করতে হবে। বয়সজনিত কারণে এই সমস্যা হয়। হিপ রিপ্লেসমেন্ট এড়িয়ে চলতে গেলে সব সময় বোন হেলথ আর জয়েন্ট হেলথের উপর নজর দিতে হবে। এছাড়াও বয়স্কদের ক্ষেত্রে হাড় ভাঙার সম্ভবনা রয়েছে তাই তাদের উপর বিশেষ নজর দিতে হবে।

যারা অ্যাটমোস্ফিয়ারিং ডিফারেন্সে কাজ করেন তাদের হিপ রিপ্লেসমেন্টের সমস্যা বেশি দেখা যায়। হিপ রিপ্লেসমেন্ট নিয়ে ভয় সব সময় থাকে। কিন্তু একবার যদি রিপ্লেসমেন্ট হয়ে তাহলে তার যদি অন্য কোনও সমস্যা থাকে তবে ইনফেকশনের সম্ভবনা রয়েছে। তাই যাদের সুগার, প্রেসার, চেস্ট ইনফেকশন থাকে তাহলে তাদের এই সমস্যাগুলোকে কন্ট্রোলে রাখতে হবে।

হিপ রিপ্লেসমেন্টের পর সব ধরনের কাজ করাই সম্ভব। হাড় ঠিক থাকবে তখনই যখন ব্ল্যাড বায়োলজি ঠিক থাকবে।

এটা শেয়ার করতে পারো

...

Loading...