চতুর্থ বাংলাদেশ চলচ্চিত্র উৎসবে কলকাতায় ঝড় তুলেছিল 'হাওয়া'। এই ছবি দেখার জন্য সিনেমাপ্রেমীদের লম্বা লাইন, ঘণ্টার পর ঘন্টা অপেক্ষায় উচ্ছ্বসিত হয়েছিল দুই বাংলার সিনেমাপ্রেমীরাই। অনেকেই দেখেছিলেন, আবার বহু মানুষ অনেক চেষ্টা করেও ছবির টিকিট পাননি। তাদের জন্য সুখবর। বাংলাদেশ বহু চর্চিত এই ছবি এবার দেখানো হবে '২৮তম কলকাতা চলচ্চিত্র উৎসবে।
কলকাতায় সাংবাদিক ‘হাওয়া’র সম্মেলনের উপস্থিত ছিলেন ছবির পরিচালক সকল কলাকুশলীরা। কিন্তু যাঁকে নিয়ে এত উৎসাহ অর্থাৎ চঞ্চল চৌধুরী আসতে পারেননি। জানা গিয়েছে, বাবার অসুস্থতার জন্য তিনি আসেননি।
সাংবাদিকদের প্রশ্নের উত্তরে পরিচালক মেজবাউর রহমান সুমন জানান, বাংলাদেশি সিনেমার জন্য একটা বড় সময়। ওপার বাংলার কাঁটাতার পেরিয়ে 'হাওয়া' এখানে আসতে পেরেছে, সেটা সত্যিই ভাল। এপার বাংলার মানুষের কাছে এই ছবি পৌঁছে দেওয়ার ইচ্ছা প্রথম থেকেই ছিল। এই ছবি শুধু মাত্র কোনও গল্প দেখাচ্ছে না। বরং 'হাওয়া' মানুষকে একটা অনুভুতি এনে দিয়েছে। তাই তার কথায় সিনেমা হল একটা অনুভুতির নাম।
১৬ ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবসের দিন এপার বাংলায় মুক্তি পাবে 'হাওয়া' ছবিটি।