সরশুনায় আয়োজন প্রতিবিম্বের

১৯৮৩ সালে যাত্রা শুরু করেছিল এই ক্লাবটি। এলাকার জমিদার শ্রী হারুচন্দ্র নস্কর ক্লাবটি বানানোর উদ্দেশে একটি জমি দান করেন। সেই জমিতেই গড়ে ওঠে আজকের এই হারুচন্দ্র স্পোর্টিং ক্লাব। ক্লাবের বর্তম্যান প্রেসিডেন্ট অম্বিকা পাহাড় ও সুনীল ঘোষ. নানান সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন হয় সারাবছর জুড়ে। থাকে রক্তদান শিবির, বিনামূল্যে চক্ষু পরীক্ষার ব্যবস্থাও। এছাড়াও থাকে সারাবছর ব্যাপী ক্রিকেট টুর্নামেন্ট, মেলার মতো অনুষ্ঠানও।

শুরু থেকে ২০১৩ সাল পর্যন্ত সাবেকিয়ানাতেই বিশ্বাসী ছিল হারুচন্দ্র স্পোর্টিং ক্লাব। কিন্তু ২০১৪ সাল থেকে তারাও দৌড়াতে শুরু করে থিম পূজার ইঁদুর দৌড়ে। প্রথম বছর তাদের থিম ছিল "টাকার পাহাড়" যা মহানায়ক উত্তমকুমারের ছায়াছবি নায়ক থেকে নেওয়া। এই ক্লাবটির এই বছরের থিম "প্রতিবিম্ব"| কোচবিহারের দেউটি গ্রামের বনদেবীর মন্দিরের আদলে তৈরী মণ্ডপে থাকছে বিভিন্ন হাতের কাজের নিদর্শন যেমন লণ্ঠন, পটচিত্র প্রভৃতি। গাছের উপকারিতা প্রচার করাও উদ্দেশ্য এই ক্লাব কতৃপক্ষের।

মণ্ডপটি তৈরী হচ্ছে বেহালা সরশুনার ১৮সি বাসস্ট্যান্ড এর পাশেই। মণ্ডপটিতে যেতে হলে আপনাকে যেকোনো সরশুনাগামী  বাসে করে পৌঁছাতে হবে সরশুনা ১৮সি বাসস্ট্যান্ড এ সেখান থেকে হাঁটা পথে যেতে হবে মণ্ডপে।

এটা শেয়ার করতে পারো

...

Loading...