Hairstyle: হেয়ার স্প্রে চুলের পক্ষে কতটা ক্ষতিকর?

হেয়ার স্টাইল করার ক্ষেত্রে হেয়ার স্প্রে কতটা ক্ষতিকারক? কর্মরত মহিলারা কিভাবে রোজ নিত্যনতুনভাবে চুল বাঁধতে পারবেন? টিপস দিলেন মেকআপ আর্টিস্ট এবং হেয়ার স্টাইলিস্ট সুকন্যা বন্দ্যোপাধ্যায়

তিনি বলেছেন, মেকআপ ও হেয়ার স্টাইল দুটোই সঠিক হওয়া প্রয়োজন, নাহলে লুক প্রেজেন্টেবেল হবেনা। সাজ থেকে যাবে অসম্পূর্ণ। আসুন জেনে নিই হেয়ারস্টাইল করার ক্ষেত্রে আমাদের মনে আসা কিছু প্রশ্নের সহজ উত্তর।

HIGHLIGHTS:

১। ভিডিওর মাধ্যমে হেয়ার স্টাইল শিখে সহজে চুল বাঁধতে পারা যায়।
২। চুলে কিছুটা দুরত্ব থেকে হেয়ারে স্প্রে করা উচিত।
৩। বাড়িতে হেয়ারস্টাইলের ক্ষেত্রে কিছু বেসিক জিনিস থাকা প্রয়োজন।

বাড়িতে হেয়ার স্টাইল করা কি সময় সাপেক্ষ?

যদি প্রফেশনালি হেয়ারস্টাইল করার উপায় না জানা থাকে, তবেই এটা সময় সাপেক্ষ। কিন্তু এখন সোশ্যাল মিডিয়ায় ভিডিওর মাধ্যমে আমাদের চারিদিকে এমন অনেক উপায় রয়েছে, যেখান থেকে হেয়ার স্টাইল শিখে আমরা বাড়িতে খুব সহজেই চুল বাঁধতে পারি।

হেয়ার স্প্রে কতটা ক্ষতিকারক ?

হেয়ার সেটিং স্প্রে ব্যবহার করার কিছু নির্দিষ্ট নিয়ম রয়েছে। যারা প্রফেশনাল হেয়ার স্টাইল করেন, তারা সেই নিয়মগুলো মেনে চলেন। কিন্তু সাধারণ ভাবে ভিডিও দেখে বাড়িতে যারা শিখছে তাদের পক্ষে সঠিক পদ্ধতি জানা সম্ভব নয়। তাই সাধারনত বাড়িতে হেয়ারস্টাইল করার ক্ষেত্রে, হেয়ার স্প্রে ব্যাবহার না করাই ভালো।

তবুও যদি কেউ হেয়ার স্প্রে ব্যবহার করতে চান তবে সেটা নির্দিষ্ট পরিমাণ ব্যবহার করলে, চুলের কোনো ক্ষতি হবেনা। এই ক্ষেত্রে ডিসটেন্স গ্যাপ অর্থাৎ চুলের কতটা দুরত্ব থেকে হেয়ারে স্প্রে করা হচ্ছে, সেটা খেয়াল রাখা খুব প্রয়োজন।

বাড়িতে হেয়ারস্টাইল করার ক্ষেত্রে, কোন কোন জিনিস থাকা জরুরি?

এক্ষেত্রে খুব বেসিক কিছু জিনিস প্রয়োজন। একটি টেলকম চিরুনি, ছোট এবং বড়ো সাইজের ইউ পিন, তারের সরু ক্লিপ, হেয়ার স্প্রে, একটি হেয়ার সাইনিং স্প্রে (যেটা চুলে উজ্জ্বলতা আনবে), হেয়ার সিরাম ও ডোনাট।

কর্মরত মহিলাদের প্রতিদিন নিত্যনতুন হেয়ারস্টাইলের করতে হয়, সেটা কতটা চুলের ক্ষতি করে?

রোজ নিত্যনতুন হেয়ার স্টাইল করার ক্ষেত্রে বেশি মেশিনারি প্রোডাক্ট বা প্রচুর পরিমাণে হেয়ার স্প্রে ব্যাবহার করা যাবেনা। সেটা চুলের পক্ষে খুব ক্ষতিকারক। কিন্তু অল্প কৌশলে হেয়ার স্টাইল করলে তা চুলের বিশেষ ক্ষতি করবেনা।

এটা শেয়ার করতে পারো

...

Loading...